বিবর্তন নিয়ে ডারউইনের কনফিউসন।
লিখেছেন লিখেছেন গ্যালাক্সী ০২ অক্টোবর, ২০১৩, ০৭:১১:৫৩ সন্ধ্যা
আমি আগের পর্বে বলেছিলাম ডারউইন তার বইয়ের ভুমিকায় অকপটে স্বীকার করেছেন যে, বিবর্তনের ব্যাপারে তিনি যথেষ্ট আত্নবিশ্বাসী নন । তার এই আত্নবিশ্বাসের অভাবের প্রতিফলন ঘটেছে তার রচিত ON THE ORIGIN OF SPECIES BY MEANS OF NATURAL SELECTION নামক সম্পুর্ন বইটিতে ।
তিনি তার বইয়ে একটি চ্যপ্টারের নাম রেখেছেন-- DIFFICULTIES ON THEORY, যেখানে তিনি আরো পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে , বিবর্তনবাদের মুল ভিত্তি "ফসিল রেকর্ড" যথেষ্ট অসামন্জস্যপুর্ন এবং বিবর্তনবাদের মুলপ্রমানপত্র TRANSITIONAL FOSSIL খুজে পাওয়া অত্যন্ত দুরহ ব্যপার।
অথচ তারই মতে প্রকৃতিতে বিপুল পরিমান TRANSITIONAL FOSSIL খুজে পাওয়ার কথা।
আগেই বলে নেই TRANSITIONAL FOSSIL হচ্ছে সেই ফসিল যেখান থেকে একটি প্রানী কিভাবে ধীরে ধীরে এক SPECIES থেকে অন্য SPECIES এ রুপান্তরিত হচ্ছে তার প্রমান পাওয়া সম্ভব। এবং নিয়ম অনুযায়ী যেহেতু লক্ষ লক্ষ বছর সময় ধরে একটি SPECIES অন্য একটি SPECIES এ রুপান্তরিত হয় তাই প্রকৃতিতে পুর্নাঙ্গ প্রাণীর ফসিলের সাথে বিপুল পরিমান TRANSITIONAL FOSSIL থাকার কথা।
কিন্তু অত্যন্ত দু:খের বিষয় তেমনটি খুজে পাওয়া যায় না।
দেখুন এ সত্যটিকে ডারউইন কিভাবে স্বীকার করেছেন--
Click this link
বিষয়: বিবিধ
২০৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন