মানুষ আপনাদের গণতান্ত্রিক জেহাদ দেখছে

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আসাদ আলী ০৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:০৭:০৭ সন্ধ্যা

আজকে নাকি হরতাল ছিল! বিশ্বাস করতে বেশ কষ্টই হয়। আগে হরতাল হোত, হরতালের দিন কতকিছুই না দেখা যেত। আমরা বসে বসে উইকেট গুনতাম। আজ ১০ উইকেট গেল কাল ২০ উইকেট গেল এভাবে উইকেট গুনতাম আর নিউজ তৈরি করতাম। কিন্তু এখন আর তেমন একটা জমজমাট হরতাল হচ্ছে না। তাহলে কি আমাদের হরতালের ঐতিহ্য আমরা হারাতে বসেছি? সেটা কখনই কাম্য নয়। হরতাল যতদিন আছে ততদিন হরতালের ঐ সাড়া জাগানো ঐতিহ্যও বজায় রাখা উচিত ছিল। তাছাড়া এই ঢিলেঢালা হরতাল দিয়ে কি পিকেটার ভাইয়েরা গণতন্ত্র রক্ষা করতে পারবে? না পারবে না, পারার কোনই সম্ভাবনা নেই। না গণতন্ত্র রক্ষা হবে, না ইসলাম রক্ষা হবে। আরো জোড়ালো হরতাল দিন। বাসে বাসে আগুন দিন, বেশি বেশি মানুষ মারেন। পুলিশ মারা কঠিন কাজ তাই বলে কি জেহাদ থেমে থাকবে নাকি? সাধারণ মানুষকে পাইকারীভাবে মারেন। তাদেরকে বাড়িতে মারেন, গাড়িতে মারেন, হাটে বাজারে-রাস্তাঘাটে যেখানেই পাওয়া যায় সেখানেই মারেন। জেহাদ বোলে কথা। গণতান্ত্রিক জেহাদ। চালিয়ে যান। মানুষ আপনাদের পাশে না থাকলেও পেছনে আছে। দেখছে। আপনাদের দেখছে। আপনাদের গণতান্ত্রিক জেহাদ দেখছে। দাতে দাত চেপে সহ্য করছে। কিন্তু সেটা কতদিন?

বিষয়: বিবিধ

১০৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File