#তুরস্কের রাজধানী আংকারায় বোমা হামলাঃ হামলার অন্তরালে (ভিডিওসহ)
লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ১০ অক্টোবর, ২০১৫, ০৯:৪১:৫২ রাত
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম দেশ তুরস্ককে অস্থিতিশীল করে তোলার সবধরনের আয়োজন চলছে। প্রতিদিন কোন না কোন জায়গায় হামলার ঘটনা ঘটছে গত প্রায় দুই মাসের অধিক সময় ধরে। প্রতিদিন দুয়েকজন সেনা/পুলিশ সদস্য শহীদ হচ্ছেন দেশের কোন না কোন প্রান্তে। আজকের আংকারার বোমা হামলার ঘটনাটি সবচেয়ে ভয়াবহ ছিল। হামলায় অন্তত ৮৬ জন নিহত হয়েছেন, আর আহত হয়েচেন ২০০জনেরও অধিক। স্বাস্থমন্ত্রি মোয়াজ্জেনওউলুর বলেন, ‘‘আজ সকালের ভয়াবহ বোমা হামলায় ৮৬ জন জনগণকে আমরা হারিয়েছি। আরো ২৪ জনের অবস্থা আশংকাজনক। এছাড়াও ২০০ জনেরও অধিক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।’’
বোমা হামলার সময়কার ভিডিও ফুটেজে দেখলাম, সমাবেশের আগত তরুণ-তরুণীরা টার্কিশ ক্লাসিক্যাল ডান্সের সাথে সাথে ‘এ ময়দান, রক্তাক্ত ময়দান’ বলে স্লোগান দিচ্ছিল। স্লোগান চলাকালীন সময়েই প্রথম বোমা ফাটার প্রকট শব্দটি শুনা যায় এবং সাথে সাথে লাশ হয়ে ঝরে পড়ে জনা-ত্রিশেক তরুণ-তরুণী। এর পরপরই দ্বিতীয় আর একটি বোমা কেড়ে নেয় আরও ডজন তিন চারেক প্রাণ। কুরদিশ পার্টি ‘পিপলস ডেমোক্রেটিক পার্টি’ (এইচডিপি) ইস্তানবুল অঞ্চলের একজন এমপি বলেন, ‘দু’টি নয় বরং তিনটি বোমা ফাটার শব্দ আমি নিজ কানে শুনেছি, ঘটনাস্থলে আমিও ছিলাম।‘’
এদিকে হামলা কে করেছে সেটা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে এখনো। নিশ্চিত করে বলা না গেলেও যারা এ পর্যন্ত সহিংসতা সৃষ্টি করে আসছেন তারাই এ হামলা চালিয়েছে বলে ধারণা করছে তুরস্কের বিভিন্ন মহল। তাঁদের এ ধারণায় যথেষ্ট রসদ যুগিয়েছে কাল রাতের এক টুইট। হামলার ঘটনা সংগঠিত হওয়ার আরও দশ ঘণ্টার অধিক সময় আগে টুইটটারে @DrBereday নামের একটা আইডি থেকে লিখেছেন, ‘আংকারায় বোমা হামলা হবে।’ খোঁজ নিয়ে জানা গেছে ওই টুইটটার আইডিটা কুরদিশ পার্টি এইচডিপি’র প্রধান দেমিরতাশের সোশ্যাল মিডিয়া বিষয়ক উপদেষ্টা। সোশ্যাল মিডিয়াতে এ আইডির ব্যাপারে বেশী আলোচনা হওয়ার এক পর্যায়ে আইডিটা ‘লক’ করে দেয়া হয়।
আগামী ১ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দলকে চাপে রাখার জন্য এধরনের হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন দেশের বুদ্ধিজীবীরা। হামলার পরপরই প্রধানমন্ত্রী আহমেদ দাউতওউলু নির্বাচনী প্রচারণা তিন দিন স্থগিত রাখার আদেশ দেন। এবং এক পর্যায়ে নিহতের সংখ্যা ক্রমাগত হারে বাড়তে থাকলে দেশব্যাপি তিনদিনের জাতীয়শোকের ঘোষণা দেন।
ভিডিও ফুটেজঃ https://www.youtube.com/watch?v=6TJsNQPzAVY&feature=youtu.be
বিষয়: বিবিধ
১০৬৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন