'গ্যালিপলি' যুদ্ধের শত বছর এবং ভারতীয় মুসলমানঃ

লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ১৬ মার্চ, ২০১৫, ০১:০৫:৩১ রাত



'গ্যালিপলি' যুদ্ধের শত বছর এবং ভারতীয় মুসলমানঃ

গ্যালিপলির যুদ্ধটা চানাক্কালের যুদ্ধ হিসেবে সমধিক পরিচিত। গ্যালিপলি নামক উপদ্বীপে এ যুদ্ধ সংগঠিত হওয়ায় এটি গ্যালিপলির যুদ্ধ নামে পরিচিত। তুর্কি ভাষায় এ যুদ্ধকে চানাক্কালের যুদ্ধ বলা হয়। এ যুদ্ধের ফলাফল ছিল সুদূরপ্রসারী। যুদ্ধে যদি ওসমানী খেলাফাতের পরাজয় হত তাহলে ইতিহাস হয়ত অন্যভাবে লিখা হত।।

পটভূমিঃ প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি ১ লা আগস্ট ১৯১৪ সালে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। এর ঠিক একদিন পরে জার্মানির সাথে ওসমানী খেলাফাতের একটি দ্বিপাক্ষিক সন্ধিচুক্তি হয়। ওসমানী খেলাফাত অনিচ্ছা স্বত্বেও জার্মানির পীড়াপীড়িতে যুদ্ধে জড়িয়ে পরে। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯১৫-'১৬ সালের মাঝামাঝি এ যুদ্ধ সংগঠিত হয়। যুদ্ধের সময়কাল ছিল ২৫ এপ্রিল ১৯১৫ থেকে ৯ জানুয়ারি ১৯১৬। ব্রিটিশরা আধুনিক সমরাস্ত্রে সজ্জিত যুদ্ধ জাহাজ নিয়ে গ্যালিপলিতে আগমন করেছিল। তাদের উদ্দেশ্য ছিল গ্যালিপলি তথা চানাক্কালে দিয়ে প্রবেশ করে মর্মর সাগর পার হয়ে বসফরাস প্রণালী দিয়ে ইস্তানবুল বিজয় করে তাদের মিত্র শক্তি রাশিয়াকে যুদ্ধ সরাঞ্জাম সরবরাহ করা। তবে ইংরেজদের সে আশা ধুলায় মিশে দেয় ওসমানী সৈন্যরা। মোস্তফা কামাল পাশাও সেই গৌরবান্বিত সেনাদের অন্যতম ছিলেন। এই যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা লোক নিয়ে এসেছিল। সে এক দুঃখজনক কাহিনী।

প্রথম বিশ্বযুদ্ধে ওসমানীরা যোগ দেয়ার আগে ইংরেজরা ভারতীয়দেরকে জার্মানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আহবান জানায়। ভারতীয়রা হিন্দু-মুসলিম নির্বিশেষে ইংরেজদের সাহায্য করতে ঐক্যবদ্ধ হয়। বিনিময়ে ইংরেজরা ভারতীয় উপমহাদেশ থেকে স্থানীয়দের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। তবে সমস্যাটা দেখা দিল ওসমানী খেলাফাত ব্রিটিশদের বিরুদ্ধে জার্মানদের মিত্র শক্তি হিসেবে যুদ্ধে জড়িয়ে পড়ার পর। মুসলমানরা উভয় সংকটে পড়ে যায়। একদিকে মুসলিম ভাইদের বিরুদ্ধে যুদ্ধ; আরেকদিকে স্বাধীনতার প্রশ্ন!

-চলবে

ছবি: গ্যালিপলি'র যুদ্ধ ১৯১৫-'১৬। প্রথম সারিতে মোস্তফা কামালকেও দেখা যাচ্ছে। যিনি আতাতুরক নামে সমধিক পরিচিত। আধুনিক তুরস্কের জাতির পিতা তিনি তখন চানাক্কালের ৫৭ নং সেক্টরের কমান্ডার ছিলেন বলে জানা যায়।

বিষয়: বিবিধ

১১৭৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309399
১৭ মার্চ ২০১৫ রাত ০১:০৭
সরল কথা লিখেছেন : চলতে থাকুক সাথে আছি
১৯ মার্চ ২০১৫ রাত ০৩:২০
250761
মুহামমাদ সামি লিখেছেন : http://www.bd-today.net/blog/blogdetail/bloglist/6483/Mother এই নেন ভাই। Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File