ইস্তানবুল থেকে তেল আবিব
লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ০৯ জুলাই, ২০১৪, ০৪:০০:২৬ বিকাল
বিশ্বের আনাচে কানাচে যত ইহুদী আছে তারা সবাই তেল আবিবের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। উদ্দেশ্যে ফিলিস্তিনি মুসলমানদের বিরুদ্ধে ঘোষিত যুদ্ধে অংশ গ্রহণ করা। তেল আবিবের আদেশেই তারা এ সিদ্ধান্ত নিয়েছে। মুসলমানরা কি পারবে এভাবে এক হয়ে বিশ্বের সকল জুলুম নির্যাতনের হোতা এবং ইন্ধন যোগানকারী ইসরাইয়েলের বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নিতে??
নাহ! মুসলমানরা পারবেনা!! কারণ, তারা মহান রবের আদেশ ভুলে গিয়ে সিংহ শাবক থেকে মেষ শাবকে পরিণত হয়েছে। তারা এখন নিজেদের শাহি মসনদ রক্ষা করার জন্য সেই ইহুদীবাদেরই গোলামী করছে। অথচ তারা মুসলমানদের সংখ্যার তুলনায় খুবই নগণ্য। মুসলমানরা সবাই মিলে ফুঁৎকার দিলে ইসরাইল নামক ইহুদীবাদের ঘাঁটিটি পৃথিবীর বুক থেকে নিশ্চিন্ন হয়ে যায়। কিন্তু আফসোস!! আজ ফিলিস্তিনকে আমরা দূর থেকে সাপোর্ট দেয়া ছাড়া কিছু করতে পারছিনা। ফিলিস্তিনের মায়ের বুক খালী হচ্ছে একের পর এক আর আমরা বসে বসে তামাসা দেখছি।। আপনি কি কল্পনা করতে পারেন আপনার ১৬ বছরের শিশুকে জিবন্ত পুড়িয়ে মারছে কেউ!! হ্যাঁ; ফিলিস্তিনের ১৬ বছরের ঐ ছেলেটিও কোন না কোন মায়ের আদরের দুলাল ছিল, ছিল বাবার স্বপ্ন; ভাইয়ের প্রেরণা; বোনের খেলার সাথী!! কিন্তু ইহুদীবাদ শক্তি তাঁকে বাচতে দিলনা।।
আমাদের সমস্যা হল; আমরা সবসময় নিজেকে নিয়েই ব্যস্থ থাকি। 'আপনে বাঁচলে বাপের নাম' থেউরিতে উস্তাদ সবাই। নিজের উপর বিপদ না আসা পর্যন্ত অঘোর ঘুমে নিমগ্ন থাকি। আমাদের রাত দিন যেন সমান!!
আর কত এভাবে! যেদিকে তাকাই মুসলমানদের রক্তের বন্যায় আল্লাহর সবুজ ভূমি লালে লাল হয়ে যাচ্ছে। নাহ! এভাবে চলতে দেয়া যায় না! কঠিন কোন সিদ্ধান্ত নেয়ার এখনি সময়।। জেগে উঠুন। জানুন নিজের পরিচয়। আপনি কোনদিন মেষ শাবক ছিলেন না। আপনি ছিলেন সিংহের মত দেজদিপ্ত।
এক হয়ে উড়িয়ে দিন ইহুদীবাদের ঘাঁটি তেল আবিব।। দেরী নয় আর। সিদ্ধান্ত নিন, ঝাঁপিয়ে পড়ুন জালিমের বিরুদ্ধে। আর যেন একজন মজলুমের রক্তও প্রবাহিত না হয় এ ভুবনে...।
ছবিঃ ইস্তানবুল থেকে তেল আবিবের উদ্দেশ্যে ফ্লাইটের যেন বিস্ফোরণ দেখা যাচ্ছে।।
বিষয়: বিবিধ
১৪৫০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন