কেমন আছেন পূর্ব তুর্কীস্তানের মুসলমানরা??
লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ০৬ জুলাই, ২০১৪, ০৬:০৯:২৮ সকাল
পূর্ব তুর্কীস্তান, চীনের সিঞ্জান অজেরক অঞ্চলের আরেক নাম। এ অঞ্চলের বেশির ভাগ মানুষই মুসলমান। তবে কেমন আছেন সেই মুসলমানরা। আমরা কেউ কি জানি তাঁদের কি অবস্থা? কেমন করে দিন কাটাচ্ছেন তাঁরা?
আজকে তাঁদের নিয়ে আলোচনা করব,
চীনের এ অঞ্চলের মুসলমানরা চীনা সরকারের খুব জুলুম নির্যাতনের শিকার। তাঁরা তাঁদের নিয়মিত ধর্মীয় আচার-অনুষ্ঠান করতে পারেননা, চীনা সরকারের কারণে। ধর্মীয় সকল কাজে বাঁধা দেয়া হয় তাঁদের। পবিত্র রমজান মাসে তাঁদের উপর রোজা রাখাকে করা হয়েছে নিষিদ্ধ। ঐ অঞ্চলের সরকারী রেডিও থেকে ফরমান জারি করে নিষিদ্ধ করা হয়েছে রোজা রাখা। ফরমানে বলা হয়েছে, ''কোন পার্টির সদস্য, ছাত্র, শিক্ষক এবং যুবকরা রমজানে রোজা রাখতে পারবেনা। রোজা রাখাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে।''
হংকং ভিত্তিক দৈনিক, সাউথ চায়না পত্রিকাও একেই খবর প্রকাশ করেছে।
এ অঞ্চলে গত দেড় বছরের ২০০ মুসলমানকে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এদিকে তুরস্কে বিশ্ববিদ্যালয় পড়ুয়া পূর্বতুর্কীস্তানের নাগরিক মুহাম্মেদের সাথে কথা বললে তিনি বলেন, ''চীনা সরকার আমাদেরকে ঈদ পর্যন্ত করার অনুমতি দেয়না, প্রতি ঈদ ও কোরবানির আগের রাতে আমাদের অঞ্চলের প্রতিটা বাড়িতে পুলিশ হানা দিয়ে, এবং বাড়ির সকল পুরুষ সদস্যকে ধরে নিয়ে যায়, ঈদের পড়ে আবার মুক্তি দেয়া হয়।''
এই হল ওইঘুর মুসলমান নামে খ্যাত পূর্ব তুর্কীস্তানের মুসলমানদের অবস্থা। এ জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এখনি সময়।
https://www.facebook.com/ctgnewsagency?ref_type=bookmark
বিষয়: বিবিধ
১১৫০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সৌদি আরবে দূর্গাপুজা মন্ডপ, যিশুখ্রীষ্টের ক্রশ, বৌদ্ধের পূর্ণিমার রথযাত্রা করার সুযোগ আছে কি?
বাধঁতে এসেছি
মালাউনের বাচ্ছা সৌদি আরবে হিন্দু থাকলে অবশ্যই এসব পালন করে
মন্তব্য করতে লগইন করুন