জন্মের মত মৃত্যুও একেই দিনেঃ নিয়তি

লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ১৫ মে, ২০১৪, ০৫:১৬:১৩ বিকাল

তুরস্কের মারসিন শহরের সোমা অঞ্চলে ভয়বহতম কয়লা খনি বিস্ফোরণে দু’জমজ ভাই নিহতের খবরে এলাকায় শোকের ছায়া নেমে পড়ে। ১৯৮২ সালে জন্ম নেয়া জমজ ভাই সোলাইমান এবং ইসমাইল চাতা’কে সোমার বায়াত গ্রামে গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়। গ্রামবাসীদের দেয়া তথ্য মতে, ৩-৪ বছর আগে একেই দিনে বিয়ে করা জমজ এ দুই ভাই ৮-৯ বছর ধরে ঐ কয়লা খনিতে কাজ করে আসছে।

ঘরের জমজ সন্তান ইসমাইল চাতা’র ৩ বছরের জমজ মেয়ে এবং সোলাইমান চাতা’র ৪ বছরের একটা ছেলে আছে বলে জানা যায়।

গ্রামের মোক্তার হামিদ চাকার নিহত জমজ দুই ভাইয়ের একেই সময়ে সেনাবাহিনী ট্রেনিংএ যাওয়া একেই দিন বিয়ে করা এবং একেই দিনে সোমা’তে সামনা-সামনি দু’টা ঘর কিনে ঐ ঘরে না উঠার আগেই মারা যাওয়ার কথা বলেন।

মোক্তার হামিদ চাকার আরও বলেন, ‘’কয়লা খনিতে নিহত হওয়া এ জমজ দুই ভাই কাজকে অনেক ভালবাসত। আমার ধারণা মতে তারা গত ৫-৬ বছর ধরে কোন ছুটি ছাড়া একটানা কাজ করে আসছে ।‘’

এখানে উল্লেখ্য যে, তুরস্কে ২০ বছর বয়স পূর্ণ হওয়ার পর সবার সেনা ট্রেনিং নেয়া বাধ্যতামূলক। যারা পড়াশুনা করেন তারা পড়াশুনা শেষ করার পরপরই সেনা ট্রেনিং ক্যাম্প এ যেতে বাধ্য।

বিষয়: বিবিধ

১১৮০ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

221890
১৫ মে ২০১৪ বিকাল ০৫:২৫
জুমানা লিখেছেন : খুব খারাপ লাগল,দোয়া রইল তাদের জন্য।
১৫ মে ২০১৪ রাত ১০:৫৩
169501
মুহামমাদ সামি লিখেছেন : আল্লাহ্‌ আপনার দোয়া কবুল করুক, আমীন।
221896
১৫ মে ২০১৪ বিকাল ০৫:৪৮
ফেরারী মন লিখেছেন : আহারে Sad
১৫ মে ২০১৪ রাত ১০:৫৭
169504
মুহামমাদ সামি লিখেছেন : :(
221898
১৫ মে ২০১৪ বিকাল ০৫:৫৪
শেখের পোলা লিখেছেন : এর মাঝেও রয়েছে আল্লাহর নিদর্শণ৷
১৫ মে ২০১৪ রাত ১০:৫৭
169506
মুহামমাদ সামি লিখেছেন : আল্লাহ্‌ তাদেরকে জান্নাতবাসী করুক,আমীন।
221912
১৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
অনেক পথ বাকি লিখেছেন : সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ
১৫ মে ২০১৪ রাত ১০:৫৮
169507
মুহামমাদ সামি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। আসুন সবাই ওদের জন্য দোয়া করি।
221935
১৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২২
আঁধার কালো লিখেছেন : সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ
১৫ মে ২০১৪ রাত ১০:৫৮
169508
মুহামমাদ সামি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। আসুন সবাই ওদের জন্য দোয়া করি।
221969
১৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
ছিঁচকে চোর লিখেছেন : তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা তাদের যেন আল্লাহ পাক জান্নাত দান করেন।
১৫ মে ২০১৪ রাত ১০:৫৮
169509
মুহামমাদ সামি লিখেছেন : আমীন।
221989
১৫ মে ২০১৪ রাত ০৮:০৬
বিন হারুন লিখেছেন : দুনিয়া এতটুকুই. প্রত্যেকটি জীবন একেকটি কাহিনি
১৫ মে ২০১৪ রাত ১০:৫৯
169513
মুহামমাদ সামি লিখেছেন : ক্ষণিকের এ জীবনটা যেন আমরা আল্লাহর সন্তুষ্টির পথে অতিবাহিত করতে পারি সেই ফরিয়াদ করি মহান প্রভুর দরবারে।।
১৫ মে ২০১৪ রাত ১১:১৪
169520
বিন হারুন লিখেছেন : আ-মীন
222048
১৫ মে ২০১৪ রাত ০৯:২৪
আহ জীবন লিখেছেন : আল্লাহর ইচ্ছা।
১৫ মে ২০১৪ রাত ১১:০০
169514
মুহামমাদ সামি লিখেছেন : আল্লাহ্‌ তাদেরকে জান্নাতবাসী করুন। আমীন
222153
১৬ মে ২০১৪ রাত ১২:১৪
মুহামমাদ সামি লিখেছেন : এ পর্যন্ত পাওয়া তথ্য মতে মারসিন শহরের সোমা অঞ্চলের ঐ কয়লা খনিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮২। আল্লাহ্‌ সবাইকে জান্নাত দান করুন এবং তাঁদের পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন, আমীন।।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File