গুলেন মুভমেন্ট এবং কিছু কথা

লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ১০ এপ্রিল, ২০১৪, ১০:৫৬:৫০ রাত

মিশরে ইখওয়ানুল মুসলিমিনের ৫২৯ ভাইকে জালিম সিসি সরকার ফাঁসীর আদেশ দিলে বরাবরের মত গুলেন মুভমেন্ট নিরব। তারা নিজেদের ইসলামী সংগঠন বলে পরিচয় দিয়ে আসলেও সারা বিশ্বের আনাচ-কানাচে যখন মুসলিমরা নির্যাতিত হচ্ছে তখন তারা নিরবতা পালন করে আসছে। মুসলমানদের পক্ষ নিয়ে কথা বলাতো দুরের কথা বরং বিধর্মীদের পক্ষাবলম্বন করে আসছে। তুরস্কের আইএইচএইচ নামের হিউম্যান রাইটস এন্ড রিলিফ অরগনাইজেসন ২০১১ সালে মাভি মারমারা নামের জাহাজ বহরে করে ফিলিইস্তিনের দুর্গত ভাইদের কাছে রিলিফ নিয়ে যাচ্ছিলেন। জাহাজ বহর যখন কৃষ্ণ সাগর অতিক্রম করছিল তখন ইসরাইলী বিমান বাহিনী জাহাজে হামলা চালায় এবং ৯ জন মুসলিম ভাই শাহাদাত বরণ করেন। জাহাজ থেকে সরাসরি টিভি'তে সম্প্রসার করার ব্যবস্থা ছিল অন্যথায় হামলা আরও ভয়াবহ হতে পারত, হতে পারত আরও বেশী হতাহত। মুসলিম বিশ্ব এবং তুরস্কের সরকারসহ সবাই যখন এটা নিয়ে মাথা ঘামাচ্ছিলেন এবং ইসরাইলকে বিচারের সম্মুখীন করেন তখনি গুলেন মুভমেন্ট নামের এই সংগঠনটির প্রধান হর্তা-কর্তা বলে যাকে বুঝায় সেই ফেতুল্লাহ গুলেন বলেন ''মাভি মারমারা'র উচিৎ ছিল ফিলিস্থিনে সাহায্য নিয়ে যাওয়ার আগে ইসরাইল রাষ্ট্রের কাছে অনুমতি নেয়া।'' এরপর আরাকানে বৌদ্ধরা যখন মুসলমানদেরকে নিধন করা শুরু করেন সেই মুহূর্তে ঐ ভদ্রলোক আবার বলেন ''বৌদ্ধ একটা হক ধর্ম।'' আমাদের প্রশ্ন হল বৌদ্ধ হক ধর্ম হলে উনি ঐ ধর্ম গ্রহণ করেন না কেন!? যেখানে ইসলাম আসার পর অন্যান্য ধর্মের অনুসরণ করতে নিষেধ করা হয়েছে এমনকি একদিন মহানবি সঃ, উমর রঃ কে তাওরাত তিলাওয়াত করতে দেখে খুব রাগান্বিত হয়ে বলেছিলেন মুসা আঃ ও যদি এ যুগে আগমন করেন তবে উনি আমার অনুসারী হয়েই থাকবেন অর্থাৎ ইসলামের পর অন্যান্য আসমানী কিতাবের উপর আমল করার পথ বন্ধ হয়ে গেছে সেখানে গুলেন সাহেব বলেন ''(এ যুগের) ইহুদী- খ্রিস্টানরাও বেহেশতে যাবে।'' বেহেশত যেন উনার নানা বাড়ির সম্পত্তি!!

যে কথাটি বলতে চেয়েছিলাম, মিশরের মুরসি সরকারকে অন্যায় ভাবে অপসারণের পর আজ পর্যন্ত যত জুলুম অন্যায়-অবিচার হয়েছে, ফিলিস্তিনে অনবরত ইসরাইলী যত আগ্রাসন চলতেছে, বাংলাদেশের ৫ মে কালোরাত-শহীদ মোল্লার ফাঁসী, আরাকানে হাজার-হাজার মুসলিম হত্যা, মধ্য আফ্রিকায় গণহত্যা, চেসনিয়া-বস্নিয়া সহ সারা বিশ্বের আনাচে-কানাচে যত গণহত্যা চলতেছে তার বিরুদ্ধে গুলেন মুভমেন্টের আজ পর্যন্ত কোন বিবৃতি বা একটি মাত্র টুইট বা তাদের মিডিয়ায় মুসলমানদের পক্ষ নিয়ে কোন কথা বলতে দেখিনি। বরং গত কয়েক সপ্তাহ আগে যখন ইসরাইল ফিলিস্তিনে হামলা চালাল তখন গুলেন মুভমেন্টের অন্যতম মুখপাত্র ''সামানিয়ল টিভি'র সংবাদে বলে ''ইসরাইলি সেনাবাহিনী গাজাস্থ সন্ত্রাসীদের উপর হামলা করেছে এবং হামলায় ৭ জন ফিলিস্থিনি নিহত হয়েছে।'' যেসব মুসলিম ভাইরা জন্মভূমি এবং মসজিদে আকসার সম্মানে অনবরত জিহাদে ব্যস্থ তাঁদেরকে সন্ত্রাসী বলতে তাদের মুখ কাঁপেনি!! তারা মুসলমানদের পক্ষে একটা টুইটও না করলে কি হবে কয়েক মাস আগে যখন এরদোগান গূলেন মুভমেন্টের কোচিং সেন্টার উচ্চ মুল্য এবং অন্যান্য কিছু কারণে বন্ধ করে দেয়ার কথা বলেছিলেন তখন গুলেন মুভমেন্ট ৪০ মিলিয়ন অর্থাৎ ৪ কোটি টুইট করে কোচিং সেন্টার বন্ধ না করার জন্য। উল্লেখ্য যে, প্রধানমন্ত্রি এরদোগান বলেছিলেন কোচিং সেন্টার অনেক উচ্চ মুল্যের হওয়ায় তা বন্ধ করে তদস্থলে ফ্রি কোর্সের ব্যবস্থা করা হবে।

--চলবে

https://twitter.com/ozbangla

বিষয়: বিবিধ

২৫৮৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

205924
১১ এপ্রিল ২০১৪ রাত ১২:৪৪
নূর আল আমিন লিখেছেন : আসুন গুলেন কে ধিক্কার জানাই
১১ এপ্রিল ২০১৪ রাত ০২:৩৬
154786
মুহামমাদ সামি লিখেছেন : আসুন দোয়া করি আল্লাহ্‌ যেন সবাইকে তাঁর নবীর (সঃ) দেখানো পথে চলতে পারি। ধন্যবাদ আপনাকে। Good Luck
205961
১১ এপ্রিল ২০১৪ রাত ০২:২৫
ধ্রুব নীল লিখেছেন : গুলেন নিয়ে বিস্তারিত জানতে চাই । লিংক থাকলে দিন
১১ এপ্রিল ২০১৪ রাত ০২:৩৯
154787
মুহামমাদ সামি লিখেছেন : লিঙ্ক গুলোর বেশির ভাগেই টার্কিশ ভাষায়। তবে আশা করতেছি সময় করে তুরস্কের বর্তমান অবস্থা এবং গুলেন মুভমেন্ট নিয়ে বিস্তারিত লিখা চালিয়ে যাব। সাথে থাকবেন আশা করি। ধন্যবাদ। Good Luck
০১ মে ২০১৪ রাত ০৩:৪৮
163955
মুহামমাদ সামি লিখেছেন : http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/6483/Mother/43739
213341
২৬ এপ্রিল ২০১৪ সকাল ০৭:৫৮
আবু জারীর লিখেছেন : ইসলামের নাম নিয়ে যারা কাজ করে তাদের কার কি উদ্দেশ্য আল্লাহই ভালো জানেন। কিছুদিন পূর্বে মোখতারনামা সিরিজটা দেখে ব্যথিত হয়েছি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File