সর্বদলীয় সরকারের প্রধানঃ শেখ হাসিনার মামাবাড়ির আবদার!

লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ২২ অক্টোবর, ২০১৩, ০১:৪০:৫৭ রাত



বাংলাদেশের প্রধানমন্ত্রি শেখ হাসিনা বিরুধী দলকে সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচনে আসার আহবান জানিয়েছেন আর সে সরকারের প্রধান হবেন হাসিনা নিজেই। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন, ‘শেখ হাসিনাই হচ্ছেন নির্বাচনকালীন সরকারের প্রধান।’ এ যেন বিড়ালের কাছে ভাজা মাছ আমানত রাখার কথা বলতেছেন । দেশের জনগন ভাল করেই জানেন শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বে গত পাঁচ বছরে দেশের কি অবস্থা হয়েছে। ঘরে ঘরে চাকরী দেয়ার বদলে ঘরে ঘরে পৌঁছে দিছেন লাশ।একটা মা-বাবার কাছে সন্তানের লাশের চেয়ে ভারি আর কিছুই নেই এ পৃথিবীতে।সন্তান হারানো মায়েদের আর্তনাদ অবশ্যই আল্লাহ ফেরত দিবেননা। শেখ হাসিনা আপনার কি লজ্জা-শরম বলতে কিছুই নাই!আপনি সংবিধান থেকে ‘মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ তুলে দেন আবার বক্তব্যের সময় ইনশাআল্লাহ,আল্লাহ রাব্বুল আলামিন শব্দগুলো কোন মুখে উচ্চারন করেন।আমাদের বুঝে আসেনা একটা দেশের প্রধানমন্ত্রী এত নির্লজ্জ-বেহায়া হয় কি করে!এ রকম প্রধানমন্ত্রীর কাছে দেশের মানুষ ঘরে ঘরে চাকরীর বদলে লাশ ছাড়া আর কিইবা আশা করতে পারে!!

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে আরো বলেছেন, ‘’আপনারা যদি মহাজোট সরকারকে আবারও নির্বাচিত করেন তবে আপনাদের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিব’’ আল্লাহই ভাল জানেন বিদ্যুতের বদলে কি পৌঁছে দিবেন!

শেখ হাসিনাকে বলতে চাই দেশের এ সহজ-সরল মানুষকে আর কত ধোঁকা দিবেন?বয়সতো কম হয়নি, মৃত্যুর ভয়কি এখনো উদয় হয়না!বাংলাদেশের জনগনের গড় আয়ুর সীমা অতিক্রম করেছেন অনেক আগেই,যে কোন সময় আসতে পারে মালাকুল মাউত!যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিছেন বক্তব্যে সে আল্লাহর রাব্বুল আলামিনের জন্য কি করেছেন! কি নিয়ে তাঁর কাছে হাজির হবেন! আলেম হত্যার কি জবাব দিবেন? আলেমদের বন্ধী করে রেখে যে বিচারের আওতায় এনে হয়রানী করছেন তার কি জবাব দিবেন?আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি নিজেও ভাল করে জানেন তারা নিরাপরাধ।একমাত্র বিরুধীদলের এবং জনপ্রিয় হওয়াতেই তাদের এ অবস্থা।তারা কিন্তু আপনাকে শত্রুমনে করেননা,যেমনটি আপনি আর আপনার দোসর ভারত মনে করেন।তারা শুধুমাত্র বাংলার আপামর জনতার কাছে যে মহান আল্লাহর নাম নিছেন তারই পক্ষ থেকে নাজিলকৃত কোরআনুল কারিমের বানী পৌঁছে দেয়ার কাজে নিয়োজিত ছিলেন।যাতে করে আপনাদের মত মানুষ হত্যা,দুর্নীতি,কালোবাজারি,হানাহানি-মারামারি থেকে বিরত হয়ে শান্তির পথে আসতে পারে।বাংলার না শুধু সারা বিশ্বের যে সব মানুষ এ ট্রাইব্যুনাল সম্পর্কে নুন্যতম খবর রাখেন তারা জানেন এবং বিশ্বাস করেন যদি সুষ্ঠুভাবে বিচার করা হয় তবে এসব আলেম-ওলামাদের একদিনও জেলে রাখার কোন অধিকার আপনার সরকার রাখেননা।তারা যে সৎ সেটা প্রমাণ করার জন্য আর কি লাগে বলেন,বাংলাদেশ যেখানে চারিদিকে দুর্নীতিবাজ এমপি-মন্ত্রীর ছড়াছড়ি সেখানে দু-দুটা স্বচ্ছ মন্ত্রনালয় উপহার দিয়ে তারা প্রমাণ করেছেন তারা আসলেই কতটা সৎ।দেশ ও দেশের মানুষকে তারা কত ভালবাসেন।আফসোস লাগে আজ,তাদেরকে ফাঁসিতে ঝোলানর প্রায় সব আয়োজন করা হয়ে গেছে।

দেশের মানুষদেরকে কাছে আমাদের অনুরোধ এ আওয়ামী কায়েমী স্বার্থবাদীদের হাত থেকে আপনার প্রিয় জন্মভূমিকে বাঁচান।সোচ্চার হয়ে নেমে আসুন রাজপথে।ঘরে বসে সিগারেটে ফোঁক দেয়ার সময় শেষ।গত পাঁচ বছরের এ জঘন্য অবস্থার যদি আর মুখোমুখি হতে না চান তাহলে সোচ্চার হউন। নারায়ে তাকবীর আল্লহু আকবার ডাকে মুখরিত করে তুলুন বাংলার আকাশ-বাতাস।

আপনাদের জয় হউক।নিপাত হউক ভারত পূজারীদের।

বিষয়: বিবিধ

১০৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File