সৌদি আরব ঃ গাদ্দারদের গাদ্দার ঃ মুসলমানদের বড় শত্রু !!

লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ০৪ জুলাই, ২০১৩, ০৭:৪৫:৪২ সকাল

কতবড় গাদ্দারীটাই না করল সৌদি আরব!! বর্তমানে মুসলিম এবং আরব বিশ্বের অশান্তির অন্যতম মুল কারণ এ সৌদি আরব।চারিদিকে মুসলমানরা নির্যাতন -নিপীড়নের শিকার হচ্ছে তাতে তাদের কোন মাথা ব্যথা নেই,তখন তারা টু শব্দটি পর্যন্ত করেনা,দেয় না নির্যাতিত মুসলমানদের পক্ষে কোন বিবৃতি নিরবে মুসলিম ভাইদের কান্না দেখে যায় তারা,বলার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমতায় টিকে থাকার স্বার্থে তার ইয়াহুদি বাবাদের পা চেটেই যাচ্ছে।

মিশর ইখওয়ানুল মুসলিমনের ভাইয়েরা পরিচালনা করছে সেটা তারা সহ্য করতে পারলনা।গত কয়েকদিনের মিশরের দুর্দিন অবস্থায় তারা কোন বিবৃতিতো দিলইনা বরং মুরসি সরকারের পতনের সাথে সাথে মিশরের সেনাবাহিনীকে এবং তাদের ঘোষিত অগণতান্ত্রিক প্রেসিডেন্টকে তাৎক্ষণিক বিবৃতির মাধ্যমে অভিনন্দন জানিয়েছে সৌদি বাদশা।

বুঝাি গেল তারা মুরসির পতনই কামনা করছিল।

আল্লাহ্‌ এসব বড় বড় গাদ্দারদের গাদ্দারি তুমি কিভাবে সহ্য কর ,ধ্বংস করে দাও এদের ......এরাই মুসলিম বিশ্বের বড় শত্রু ।।

বিষয়: বিবিধ

১৬৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File