যে স্ট্যাটাসটির কারণে দেয়া হল সাত বছরের জেল..
লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ৩০ জুন, ২০১৩, ০৭:৩৩:৩৪ সন্ধ্যা
শুধুমাত্র নিচের এই স্টেটাসটা দেয়ার কারণে বুয়েটের এক শিক্ষককে ৭ বছর জেল দেয়া হয়েছে । কই আছি আমরা , কোন দেশের নাগরিক আমরা ,আমাদের কি কোন বাক-স্বাধীনতা নেই !! ওরা কেড়ে নিয়েছে আমার ভাইকে ,কেড়ে নিয়েছে আমার দেশের সন্তানহারা মা-বোনদের মুখের হাসি ,কেড়ে নিয়েছে সুখ-শান্তি ,এখন কি তারা আমার মায়ের ভাষাটাও কেড়ে নিতে চায় !! না তা কক্ষনো হতে দিতে পারিনা আমরা !! রূখে দাঁড়ানোর এখনি সময় !!
স্ট্যাটাসটি হল ঃ
"হায়েনা, ওই হায়েনা, তুই দেশকে খেয়েছিস। এখন বুয়েটকে খাবি.…
পারবি না। আমরা বুয়েটের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা হলাম শিকারি। প্রথমে তোর মাথায় গুলি করবো। পরে পেটে। তারপর মাথা কেটে বুয়েটের সামনে টানিয়ে রাখবো। যাতে হায়েনার আক্রমণে বুয়েট আক্রান্ত না হয়।"
স্ট্যাটাসে হাসিনার নাম পর্যন্ত নেয়া হয়নি! লেখক নিজেই বলেছেন এখানে, 'হায়েনা' বলতে 'দুর্নীতি'কে বোঝানো হয অথচ এই স্ট্যাটাসের লেখককে ৭ বছরের কারাদন্ড দেয়া হয়েছে হাসিনাকে 'হত্যা হুমকি'র দায়ে! তার মানে কি এই যে হাসিনা নিজেই প্রমাণ করলেন তিনি একজন হায়েনা !!
বিষয়: বিবিধ
১২৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন