জাতীর আশা-আকাঙ্ক্ষাকে আমি শ্রদ্ধা জানাইঃ এরদোগান

লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ১৬ জুন, ২০১৩, ০৮:১৩:১৪ সকাল



তুরস্কের প্রধানমন্ত্রী রিজেব তাইইফ এরদোয়ান তুরস্কে অর্ধমাস ব্যাপী চলমান সহিংসতার ব্যাপারে তার অভিমত ব্যাক্ত করেন । তিনি বলেন, ‘’জাতীর আশা-আকাঙ্ক্ষাকে আমি শ্রদ্ধা জানাই’’। গতকাল শনিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় একেপি’র উদ্ধোগে আয়োজিত লাখ-লাখ মানুষের উপস্থিতিতে বিশাল এক জনসভায় তিনি এ কথা বলেন ।



তিনি বলেন ,‘‘রিহানলী নামক স্থানে বোমা হামলার পর ‘গেজি পার্ক’ সহিংসতা হল তুরস্কের ইসলামপন্থী সরকার এবং দেশপ্রেমিক জনগনের উপর আরেকটি বড় ষড়যন্ত্র ।’’

উল্লেখ্য যে তুরস্কের রিহানলী নামক স্থানে গত ১১ বোমা হামলায় অন্তত ৪০ জন লোক প্রান হারায়।

লাখো মানুষের উপস্থিতিতে এ জনসভায় তিনি আরো বলেন ‘‘বিরোধী বাম্পন্থীদল আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে একেপি ভরাডুবির আশায় ‘গেজি পার্ক’ নামক এ সহিংসতা শুরু করে।’’

উল্লেখ্য যে ,২০১৪ সালের মার্চ মাসে তুরস্কে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে ।

তিনি ‘গেজি পার্ক’ সহিংসতাকারীদের উদ্দেশ্যে বলেন ‘‘যদি শান্তিপ্রিয় মানুষের উদাহরণ দেখতে চান তবে আঙ্কারার দিকে তাকান ’’ ।তিনি বলেন, ‘‘তুরস্কের জনগনই হল তুরস্কের সরকারের রক্ষাকারী,তুরস্কের জনগন হল তাদের দেশের গনতন্ত্রের রক্ষাকারী ,প্রথমত আল্লাহ এবং দ্বিতীয়ত আপনারাই আমাকে ক্ষমতা থেকে অপসারন করতে পারেন,আর কারো কোনা সাধ্য নাই আমাকে ক্ষমতা থেকে সরানোর ।’’

এরদোয়ান একেপি’র ১২ টি ভবন ধ্বংস ব্যাপারে বলেন, ‘‘এটাই কি আপনাদের গনতন্ত্র আর স্বাধীনতার নমুনা ? এটার সাথে গেজি পার্ক’র কিসের সম্পর্ক ? যারা রাস্তা দখল করছে, পাথর এবং পেট্রল বোমা নিক্ষেপ করছে আমরা তাদের সাথে নেই,এটাই কি পরিবেশবাদীদের নমুনা ?আমরা তুরস্ককে শহরে-শহরে ,গ্রামে-গ্রামে,অঞ্চলে-অঞ্চলে বিভক্ত হতে দিতে পারিনা ।’’

উল্লেখ্য যে ,সহিংসতা চলাকালীন সময়ে একেপি’র মালীকানাধীন ১২ টি ভবন ধ্বংস করে সহিংসতাকারীরা ।

তিনি আন্তর্জাতিক মিডিয়ার কঠোর সমালচনা করে বলেন, ‘‘আন্তর্জাতিক মিডিয়া চরম অসেচতনতার পরিচয় দিয়েছে ।’’

বিঃদ্রঃ তুরস্কের চলমান পরিস্থিতি নিয়ে বিবিসি, সিএনএন ,আল-জাজিরা এবং অন্যান্য পশ্চিমা মিডিয়া এমনকি ইরানী মিডিয়াগুলো উদ্দেশ্য প্রনোদীতভাবে তুরস্কের এরদোয়ান সরকারের বিরুদ্ধে মারাত্মক মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে । ইরানী মিডিয়া ব্যতীত অন্যান্য মিডিয়াগুলো তুরস্কের সরকারের এক একটা ইসলামের পক্ষের পদক্ষেপ দেখে ভীত হয়ে এসব প্রপাগান্ডা চালাচ্ছে বলে দেশের অধিকাংশ মানুষের ধারণা ।আর ইরানী মিডিয়া সিরিয়া থেকে তুরস্ককে অন্যদিকে মুখ ফিরিয়ে দিতে এ প্রপাগান্ডা করছে বলেও তারা মনে করেন ।

বিষয়: বিবিধ

১৫১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File