আমাদের কাজই আমাদের দেশের মুখ উজ্জ্বল করে
লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ১৪ জুন, ২০১৩, ০৭:২৮:৩৫ সকাল
আমারা যারা বিদেশে আছি বিশেষ করে তাদের কাজের উপরই দেশের সম্মান নির্ভর করে সেটা গত কাল আবারও বূঝতে পারলাম ।আমরা তিন বন্ধু পার্কএ বসে এক প্রকার বিচি (তারকিস সিকিরদিক) যার খোসা খাওয়া যায়না , সে খোসা আমরা এক খালি পলিথিনে রাখছিলাম সুন্দর, পরিচ্ছন্ন পার্ক যাতে অপরিচ্ছন না হয় । দুই ভদ্র-মহিলা আমাদের অতিক্রম করছিলেন আর বলছিলেন ,সবাই যদি তোমাদের মত হত তবে এ পার্কটি একটুও অপরিস্কার হত না ।। তোমরা কোন দেশ থেকে এসেছ বাবা ??? আমরা বললাম বাংলাদেশ থেকে ।
আমরা তিন জনেই তখন চিন্তা করলাম তারা আমাদের নাম জিজ্ঞেস করল না ,বরং জিজ্ঞেস করল দেশের নাম ??
তারা হয়ত ভাবছিলেন না জানি তাদের দেশটা কত পরিস্কার-পরিচ্ছন !!
,.........আমরা ভাবি ,আমার দেশ পরিস্কার হওয়ার দরকার নাই,অন্তত:দেশের মানুষের মনটা যদি পরিস্কার হত !!!
বিষয়: বিবিধ
১১০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন