বাচ্চার কান্না

লিখেছেন লিখেছেন আমীর আজম ১৫ নভেম্বর, ২০১৭, ০৩:২৫:১৩ দুপুর

জগতের সবচেয়ে বড় রহস্য কি?



এ নিয়ে বিস্তর তর্ক বিতর্ক হতে পারে।

কেউ বলবে বারমুডা ট্রায়াঙ্গল

কেউ বলবে মিশরের পিরামিড

কেউ বলবে আকাশ ভরা তারকারাজি

কেউ বলবে বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারের কথা।



আমার কাছে জগতের সবচেয়ে বড় রহস্য হলো :









বাচ্চার কান্না।



মা বলে, বাচ্চা মনে হয় খাইতে চায়।

দাদি বলে, মাথায় সরিষার তেল ঘষো।

নানী বলে, মুখে মধু দেও।

মামা বলে, ঠান্ডা লাগছে সোয়েটার পড়াও।

চাচা বলে, খেলনা আনো।



আমি বলি :









ছেড়ে দে মা কাইন্দা বাঁচি।

-----------------------------------------

সদ্য ভূমিষ্ঠ বাচ্চা। দেখলেই চোখ শীতল হয়ে যাচ্ছে। কিন্তু সমস্যা হইলো কান্না করে না।



সবার মুখে একটাই কথা কান্না করো, কান্না করো। নানা রকম কসরত মসরত করে প্রায় ২০-২৫ মিনিট পর কান্না আনয়ন করা সম্ভব হইলো। আমিও যেন হাফ ছেড়ে বাঁচলাম।



ওমা!  বাঁচলাম আর কই?  এবার বাচ্চার কান্না আর থামে না। আকাশে বাতাসে শুধু একটাই জিনিস কান্না আর কান্না। সবার মুখে একটাই কথা কান্না থামাও, কান্না থামাও। আবার শুরু হইল কসরত মসরত। এবার কান্না থামানোর লাইগা।



অবশেষে থামলো কান্না। সাঙ্গ হলো সকল জল্পনা কল্পনা।



সাথে দিয়ে গেল একটা শিক্ষা : সময়ের কান্না সময়ে না কানলে, অসময়ের কান্না বড়ই করুণ আর হৃদয়বিদারক হয়।

বিষয়: বিবিধ

৭২৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384448
১৭ নভেম্বর ২০১৭ দুপুর ১২:৩০
হতভাগা লিখেছেন : বাচ্চা কান্না করার সময় দেখবেন চেহারা নীলচে হয়ে যায় কি না । তাহলে বুঝবেন যে হার্টে হয়ত কোন জন্মগত ত্রুটি আছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File