যেভাবে খারাপ হয় বাংলাদেশের ডাক্তার (১)

লিখেছেন লিখেছেন আমীর আজম ১৫ নভেম্বর, ২০১৭, ১২:৩৭:২৩ রাত

যেভাবে খারাপ হয় বাংলাদেশের ডাক্তার :

.

রাত দুইটা। সবে মাত্র চোখ দুইটা বন্ধ হয়ে এসেছে ডাক্তার সাহেবের। ঠিক এই মুহূর্তেই ফোনটা বেজে ওঠে। " স্যার জরুরি রোগী তাড়াতাড়ি আসেন। রোগী দেখে ট্রিটমেন্ট দিয়ে ডাক্তার সাহেব শুরু করেন এটেন্ডেন্স কাউন্সেলিং। সবচেয়ে ভাল যিনি বোঝেন তাকে ডেকে এনে ডাক্তারের সামনে বসানো হল।



শোনেন, আপনার রোগীর যা সমস্যা তাতে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। এর জন্যে কিছু পরীক্ষানিরীক্ষা করাতে হবে। এত রাতে তো আর হবে না। কালকে এই পরীক্ষানিরীক্ষা গুলো করান। তারপর ফাইনাল করণীয় বলা যাবে। আমি আপাতত সাপোর্টিভ ম্যানেজমেন্ট দিয়ে দিলাম। এতে আপাতত রাতে তার কষ্টটা একটু কম হবে।



এবার ভাল বুঝনেওয়ালা ব্যক্তি আরেকজনকে বলতেছে :

পরীক্ষানিরীক্ষা ছাড়া রোগ বোঝা যাচ্ছে না। ডাক্তার সাহেব আপাতত হালকা একটা ট্রিটমেন্ট দিয়ে দিলেন।



ইনি আরেকজনকে :

ডাক্তার সাহেব রোগ ধরতে পারে নাই। কোনরকম ঠ্যাকাসারা একটা ট্রিটমেন্ট দিয়া দিছে।



ইনি আরেকজনকে :

ডাক্তার ব্যাটা তো কিছু বোঝেই নাই, চিকিৎসা দিবে কি



ইনি আরেকজনকে :

আরে ঘাস খাওয়া ডাক্তার কোন কিছু না বুঝিয়া ভুয়া ট্রিটমেন্ট দিছে।



মোরাল: ডাক্তারের কাউন্সেলিং ঠিক থাকলেও, রিসেপ্টরের সমস্যার কারণে মাঝে মাঝে বাংলাদেশের ডাক্তাররা খারাপ হয়ে যায়।



(চলবে)

বিষয়: বিবিধ

১২৩৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384433
১৫ নভেম্বর ২০১৭ দুপুর ০১:২৬
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ
384436
১৫ নভেম্বর ২০১৭ বিকাল ০৫:১১
ফারদিন ইসলাম লিখেছেন : ডাক্তারী পেশাকে অনেক আগেই আমাদের দেশে পুরো মাত্রায় ডাক্তারী পেশাকে বানিজ্যকরন করা হয়ে গেছে । বিশেষ করে হসপিটাল মালিক ও ডাক্তারা মিলেই এসব করেছেন । বর্তমানে অনেক ডাক্তার ঠিকমতো সেবা দেয় না । দায়সারা সেবা দিয়েই রোগীকে ছেড়ে দেয়। রোগীদের অর্থনৈতিক অবস্থার দিকে কখনও ডা. ও হসপিটালগুলো লক্ষ্য করে না ইচ্ছামতো বিল ধরিয়ে দেন। তবে এখনও কিছু কিছু ডা. ভালো সেবা দিয়ে যাচ্ছেন ।
384449
১৭ নভেম্বর ২০১৭ সন্ধ্যা ০৬:২৮
হতভাগা লিখেছেন : বর্তমানে ডাক্তারেরা অতিমাত্রায় অর্থগৃধ্নু হয়ে পড়াতে রোগীর কার্যকরী চিকিৎসা করতে পারে না ।

এখনকার ডাক্তার রাত ১টায়ও রোগী দেখেন প্রাইভেট চেম্বারে । আর কোন কোন ডাক্তারের সিরিয়াল ২/৩ মাসেও পাওয়া যায় না ।

রোগীকে তারা যে খুব সময় নিয়ে দেখেন তাও না । তারা বরং কিছু জুনিয়র ডাক্তার রাখেন।

আমার এক পরিচিতের বন্ধু বাংলাদেশের বিখ্যাত এক নাক কান গলা বিশেষজ্ঞের কাছে দেখাতে গিয়ে ১৮২ নং সিরিয়ালে ছিল । একজন রোগীকে নুন্যতম পাঁচ মিনিট করে দেখলেও তার সিরিয়াল ১৫ ঘন্টা পর আসার কথা !

রাত ১০ টার পর যে রোগী আসে সে কোন সাধারণ/রেগুলার রোগী নয় । তার জন্য তো ইমার্জেন্সী আছে।
384483
২৩ নভেম্বর ২০১৭ সকাল ০৮:৩৪
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : লেখাটা কি আপনার? লেখাটা মেডিভয়েসে পড়েছিলাম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File