আওয়ামী লীগের চরম মিথ্যাচারের জবাব দিতে ব্যর্থ বিএনপি!!!

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ১৪ নভেম্বর, ২০১৭, ০৮:৪১:৪৪ রাত

এক,

একাত্তরের পঁচিশে মার্চ মধ্য রাতে গ্রেফতার হওয়ার আগে শেখ মুজিব ওয়ার্লেসে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বলে আওয়ামী লীগ বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করেছে। এই চরম মিথ্যা কথা আমাকে গুলির ভয় দেখিয়ে বিশ্বাস করতে বললেও আমি বিশ্বাস করবো না। কারণ এর সপক্ষে কোন প্রমাণ আজ পর্যন্ত আওয়ামী লীগ বা এর সপক্ষের শক্তি উপস্থাপন করতে পারেনি। মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদদের ব্যপারেও তাদের গোয়েবলসীয় প্রপাগাণ্ডা ছাড়া কোন প্রামান্য দলিল নেই। এসব কোন সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে বিশ্বাস করার কোন কারণ নেই। তবে আওয়ামী গাঁজা যদি কেউ সেবন করে থাকে তার কথা ভিন্ন।

দুই,

গত 2015 সালের 5 জানুয়ারী থেকে বিএনপি যখন অবরোধ দেয় সেই সময়ে সারাদেশে ব্যপক হারে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে অনেক মানুষ পুড়িয়ে হত্যা করা হয় এবং অনেকে পঙ্গু হয়। শেখ হাসিনা আর তার চেলারা এই ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে প্রপাগাণ্ডা চালাতে থাকে। কিন্তু বিএনপির কোন নেতা বা কর্মীকে স্পট থেকে হাতে নাতে ধরতে পারেনি। এমনকি গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের কোন স্টিল ছবি বা ভিডিওচিত্র মিডিয়াগুলো দেখাতে পারেনি যাতে প্রমাণ হয় এই ঘটনার জন্য বিএনপির নেতাকর্মীরা দায়ী। অথচ পেট্রোল বোমা বানাতে গিয়ে যারা আহত বা নিহত হয়েছিল তারা অধিকাংশই আওয়ামী ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী ছিল। কিন্তু বিএনপির প্রচার কারীরা এই সত্য জনসমক্ষে প্রকাশ করতে দারুণ ভাবে ব্যর্থ হয়েছে।

কিন্তু শেখ হাসিনা আর তার চেলারা এখনও বেগম খালেদা জিয়াকে "আগুন সন্ত্রাসী " বলে বিদ্রূপ করে। এর প্রতিবাদে বিএনপির বক্তব্য কখনোই শোনা যায়না।

তিন,

আমি দৃঢ় ভাবেই বিশ্বাস করি আন্তর্জাতিক ভাবে আমেরিকা আর ইসরায়েল যেমন কথিত 'ইসলামী জঙ্গীবাদ "সৃষ্টি করে পরিকল্পিত ভাবে বিশ্বব্যাপী ইসলামের অগ্রযাত্রাকে ব্যহত করছে, ঠিক তেমনি ভারতের 'র ' এর নীল নকশায় আওয়ামী, বামপন্থী, নাস্তিকরা মিলে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার পক্ষের শক্তিকে কোণঠাসা করতেই নানা অপকৌশল প্রয়োগ করছে। কিন্ত বিএনপির নীতি নির্ধারনী কর্তৃপক্ষের মধ্যে এই ঘুর্ণিপাক থেকে বেরিয়ে আসার কোন মাষ্টার প্লান আজও চোখে পড়েনা। এটা আমার কাছে অত্যন্ত দুঃখজনক।

বিষয়: রাজনীতি

৮১২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384430
১৪ নভেম্বর ২০১৭ রাত ০৯:০৭
হতভাগা লিখেছেন : আওয়ামী লীগের পলিটিক্সের কাছে বিএনপি নিতান্তই শিশু
384434
১৫ নভেম্বর ২০১৭ দুপুর ০১:৩০
আবু জারীর লিখেছেন : ডানপন্থীরা মিডিয়া ইয়াতিম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File