সোনার চাঁন রিদওয়ান

লিখেছেন লিখেছেন রিদওয়ানের আম্মু ০৭ জুন, ২০১৩, ০৮:৩৫:১৮ রাত



আমার সন্তান রিদওয়ানুর রহমান। বয়স এক বছর। রিদওয়ান এর সাথে খেলতে, গল্প করতে, আদর করতে আমার খুব ভাল লাগে। ওর দাদী ডাকে সোনার চাঁন। বড়ই শান্ত ছেলেটা। ভোর রাতে ঘুম থেকে উঠে একাকী খেলবে, কাউকে ডিস্টার্ব করে না। সকালে উঠে মাঝেমধ্যে আমার সাথে নামাজ পড়ে। ওর নামাজ অদ্ভুত। আমি আল্লাহু আকবার বললে ও জায়নামাজে 'আল্লা হাপাপাপ' বলে সিজদা দিবে। বাবার সাথে ল্যাপটপে কোরআন তেলাওয়াত শোনে। মোবাইলে কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত শোনে। মোবাইল হাতের কাছে পেলেই, কানে দিয়ে বলবে 'বাবা', 'আব্বা', 'টেট', 'বুবু', 'দাদা' আর ওর নিজস্ব ভাষায় কি কি যে বলে। আমি আমার সন্তানকে খুব ভালবাসি।

বিষয়: বিবিধ

১৬৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File