আওয়ামী লীগ তো অনেক ভোট পাবে !
লিখেছেন লিখেছেন এম আর সুমন ০৭ জুন, ২০১৩, ০৮:২৮:৩৩ রাত
অনেকে বলে, আওয়ামী লীগের নাকি ভোট নাই। তারা হয়তো জানে না, এবার ক্ষমতায় এসে আওয়ামী লীগ তো অনেক অনেক মানুষের জন্য কাজ করেছে। তাদের সবার ভোট আওয়ামী লীগ পাওয়ার দাবী করতেই পারে। অর্থমন্ত্রী বলেছেন, তার সকল বাজেটই গনমানুষের জন্য। সুতরাং গণমানুষের বিশেষ বিশেষ শ্রেনীর প্রচুর ভোট আওয়ামী লীগ পাওয়ার দাবি করতেই পারে। এবারে দেখা যাক, তারা ঠিক কোন কোন শ্রেনীর ভোট পেতে পারে।
১। সমকামীদের অধিকারের জন্য এই সরকার যা করেছে, তাতে এদেশের সাধারন হিজড়া সম্পদায়ের উচিত আওয়ামী লীগকে মাথায় করে রাখা। সুতরাং হিজড়া সম্প্রদায় অবশ্যই আওয়ামী লীগকে ভোট দিবে।
২। শেয়ার বাজারে কলঙ্কের ঘটনায় যারা নিজেদের পকেট ভারি করেছে , সেই সব পীর সাহেবদের ভোট অবশ্যই আওয়ামী লীগ পাবে।
৩। মাজার নিয়ে যারা ব্যবসা করে, সেই সব হুজুরদের ভোট আওয়ামী লীগ পাবে।
৪। পদ্মা সেতু বিরোধী দেশপ্রেমিকদের ভোট সব আওয়ামী বাক্সে যাবে।
৫। যারা এদেশের গার্মেন্টস শিল্পের বিরোধী ও বিল্ডিং ধাক্কাধাক্কিতে বিরক্ত, তারা অবশ্যই আওয়ামী লীগকে ভোট দিবে।
৬। নাস্তিক , মুরতাদরা একযোগে আওয়ামী লীগকে ভোট দিবে। এবং তাদের কর্মী হিসেবে ব্যাপক কাজ করবে বলে আশা করা যায়।
৭। অস্র ব্যবসায়ীরা যেহেতু ছাত্রলীগের মত বিশাল একটি ক্রেতাগোষ্ঠি পেয়েছে, তাই তারাও ভোট দিবে। না দিলে তো তারা অকৃতজ্ঞ হয়ে যাবে ।
৮। যারা মিডিয়ায় জঙ্গি শব্দটি দেখতে পেলে খুশি হন, কথায় কথায় জঙ্গি শব্দটি শুনতে ভালবাসেন, ইট মারলে জঙ্গি আখ্যা দিতে পছন্দ করেন, তারাও অবশ্যই আওয়ামী লীগকে ভোট দিবেন।
৯। যারা আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় পেছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিলেন, আর এখন মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে দু'বেলা দু'মুঠো খেতে পারছেন, তাদের ভোটও আওয়ামী বাক্সে যাওয়ার কথা।
১০। একাত্তর টেলিভিশনের মালিক থেকে শুরু করে, নবনীতা পর্যন্ত, সবার ভোট আওয়ামী লীগের।
১১। আমার দেশ বন্ধের ফলে যাদের পত্রিকা এখন বেশি বিক্রি হচ্ছে, তারাও আওয়ামী লীগে ভোট দিবে।
১২। তাপ বিদ্যুত কেন্দ্রের ফলে সুন্দরবন ধ্বংস হলে, সেই গাছগুলো যেসব জঙ্গলদস্যু বিক্রি কেরে লাভবান হবে, তারাও আওয়ামী লীগে ভোট দিবে।
১৩। যেসব ফাঁসির আসামীর দন্ড মওকূফ করা হয়েছে, তাদের জীবন বাঁচানোর কৃতজ্ঞতা স্বরুপ আওয়ামী লীগই তাদের প্রধান পছন্দ হওয়া উচিত।
আরো বেশ কিছু শ্রেনী আছে। তবে আর লিখবো না, কারন আনলাকি নাম্বার ১৩ এ ই সীমাবন্ধ থাক।
বিষয়: বিবিধ
১৪০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন