জোটের শরীকদের জন্য বড় মনের নেত্রী কে খালেদা নাকি হাসিনা?

লিখেছেন লিখেছেন রিদওয়ানের আম্মু ২৯ জুন, ২০১৩, ০৯:০৮:১৮ রাত

খালেদা জিয়া ও হাসিনা শেখ হাসিনা বাংলাদেশের অলটারনেটিভ প্রধানমন্ত্রী একই সাথে জোট ও মহাজোটের নেত্রী। খালেদা ৪ দলীয় জোট নেত্রী হিসাবে দুই হাজার এক সালের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন। জোটের এই বিজয়ে খালেদা জিয়ার দল বিএনপি এর মোটামুটি ৫০% অবদান ছিল। বাকী ৫০% অন্য ৩ দলের ছিল। কিন্তু নির্বাচনী আসন বন্টন থেকে শুরু করে মন্ত্রী প্রদান পর্যন্ত খালেদা জিয়া জোটের শরীকদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করে নাই। নির্বাচনে জয়লাভের পর ৬০ জনের বিশাল মন্ত্রীসভায় মাত্র দুইজন জোটের প্রধান শরীক দল থেকে নেওয়া হয়েছে আর বাকীদের বঞ্চিত করেছে খালেদা জিয়া। জোটের শরীকদের মন্ত্রী প্রদান শতকরা হিসাবে ৩.৩৩%।

অপরদিকে শেখ হাসিনা ০৮ সালের নির্বাচনে জয়লাভ করেন। তাঁর নির্বাচনে জয়লাভের পিছনে আন্দোলন-সংগ্রামে চৌদ্দ দলের বাকী তের দলের অবদান ৯% ও হবে না কিন্তু ৩৬ সদস্য বিশিষ্ট মন্ত্রীসভায় তেলাপোক, ছাড়পোকা, গিরগিটি মার্কা নেতা ও দলের ৫ জনকে মন্ত্রীত্ব প্রদান করেন। শতকরা হিসাবে প্রায় চৌদ্দ%।

এখন প্রশ্ন হচ্ছে জোটনেত্রী হিসাবে কে ভাল খালেদা জিয়া নাকি শেষ হাসিনা?

বিষয়: বিবিধ

১৪১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File