পার্থিব জীবনে মালিকানার পাগলামি
লিখেছেন লিখেছেন জাকির হোসাইন আজামী ০৩ ডিসেম্বর, ২০১৩, ১২:৪৭:৩৮ রাত
=মালিকানা সত্ত্বের প্রতি টান মানুষের সহজাত এক প্রবণতা । প্রতিটি মানুষের মধ্যেই এর অস্তিত্ব বিরাজমান । গরীব কি ধনী , রাজা কি প্রজা , শিক্ষিত কি অশিক্ষিত , নারী কি পুরুষ - অবস্থা ভেদে সবার মাঝেই মালিকানার আমিত্ব আছে ।
=কত প্রকার জিনিসের উপর এই মালিকানার আগ্রহ তা এখানে আলোচ্য বিষয় নয় ।
আমি মাত্র একটি বিষয়ের উপর কিছু আলোচনা করছি , আর তাহল- জমির মালিকানা প্রসঙ্গে ।
মালিকানা দোষের কিছু নয় । মালিকানার অধিকার তো আল্লাহ্ তালাই দয়া করে দান করেছেন । প্রত্যেককে মালিকানার অধিকার দিয়ে তিনি আমাদের মর্যাদাকে সুপ্রতিষ্ঠিত করেছেন । তানা হলে মানব সমাজ ভারসাম্যহীন হয়ে পড়তো ।
কিন্তু সমস্যা হয়েছে অন্য জায়গায় , তাহল - মালিকানা আমাদের হাতে আসা মাত্রই আমরা মনে করি এ আর কখনই ফুরোবেনা , এই গরম ও আরামদায়ক পোশাক আমার শরীর থেকে কখনই খুলে পড়বেনা ।
আল্লাহ্ আমাদেরকে মালিকানা সত্ত্ব দিয়েছেন সাময়িক ; কিন্তু আমরা মুখে না বললেও কাজ দ্বারা প্রমাণ করছি এ আমাদের স্থায়ী অধিকার - যেন আমাদের কখনই মরণ হবেনা ।
মূলত এই ভূল থেকেই আমাদের পাগলামি শুরু হয় । অর্থাৎ মালিকানার পাগলামি ।
=এবার একটি বিষয় দেখুন ঃ
আপনি আজ যে জমির উপর নিজের মালিকানার অহংকারে যা ইচ্ছা তাই করবার চেষ্টা করছেন , ঠিক একিভাবে আপনার বাবাও এখানে দাড়িয়ে আপনার মতো করেছিল । ভিন্নতা হয়নি আপনার বাড়ীর পাশের বাগানের পুরনো ও ভাঙ্গা কবরে শুয়ে থাকা এ জমির প্রাক্তন মালিক আপনার দাদার ক্ষেত্রেও !
আরো আশ্চর্যের বিষয়টি হল, আপনার দাদা থেকে শুরু করে আপনি পর্যন্তুই এ জমির মালিকানার ইতিহাস শেষ নয় , বরং আপনার দাদার পূর্বেও অসংখ্য মালিকপক্ষ গত হয়েছেন । এবং তাদের সংখ্যা যে কত তা আল্লাহ্ ছাড়া আর কেউ জানেনা । আমি বা আপনি যতটুকু জানি তা প্রকৃত সংখ্যার তুলনায় যারপর নাই নগণ্য অংশ । আর সামনে কতজন যে হবে তাও কেবল তিনিই জানেন ।
এই হচ্ছে মালিকানার হাকিকত । অর্থাত আমরা কেউই এ জমির আসল মালিক নই ।
এর আসল মালিক হলেন এর স্রষ্টা আল্লাহ্ ।
=আমাদের মালিকানার দৃষ্টান্ত হচ্ছে সেই বাস যাত্রীর মতো যে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা করেছে । এবং সিটে বসে দাঁড়িয়ে থাকা লোকদের প্রতি মোটা চোখে বার বার তাকাচ্ছে এই অহংকার নিয়ে যে, এ সিটের মালিক আমি - খবরদার এর ধারে কাছেও আসবেনা ।
কিন্তু বাস এসে যখন চট্টগ্রাম থামল তখন দেখা গেল আরেক দল যাত্রী হাতে টিকেট নিয়ে ঢাকার উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে এবং বাসে থাকা লোকদের বলছে , আপনার তাড়াতারি নামুন আমদেরকে যেতে হবে ।
আসলে এই হচ্ছে জায়গা -জমির মালিকানার হাকিকত । এর আসল মালিক একমাত্র আল্লাহ্ ।
সূরা বক্বারার ২৮৪ নং আয়াতে আল্লহ্ বলেছেন - "আকাশমণ্ডল ও ভূমণ্ডলে যাকিছু আছে তা সবই আল্লাহ্র" ।
সূরা মারইয়ামের ৪০ ন ং আয়াতে বলেছেন - "আমিই পৃথিবী ও তার উপরে যারা আছে তাদের একমাত্র চূড়ান্ত মালিক বা উত্তরাধিকারী ।
এবং তাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে "।
প্রিয় বন্ধুরা ,
অতএব চলুন , আমরা আল্লাহ্র দেয়া মালিকানাকে তার নির্দেশিত পথেই ব্যবহার করে আপন স্রস্টার সন্তুষ্টির পথে এগিয়ে চলি ।
বিষয়: বিবিধ
১২২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন