---জাতি হিসেবে আমাদের অবস্থান কোথায়???

লিখেছেন লিখেছেন সকাল বেলার পাখি ২০ জুন, ২০১৩, ০২:২৩:৫৮ দুপুর

সিরাজগঞ্জের বীর মুক্তিযোদ্ধা এই বৃদ্ধ। ট্রেনে বা বাসে এখন তিনি ভিক্ষা করেন। ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে তার সাথে পরিচয়। ট্রেনে ভিক্ষা করতে করতে হঠাত অসুস্থ হয়ে পড়েন তিনি। বসে পড়েন সিট খালি পেয়ে অন্যজনের সিটে। পথে ট্রেন থামে নির্ধারিত সিটের ব্যক্তি ওঠে এবং চরম অপমান করে সিট থেকে নামিয়ে দেন। বৃদ্ধ মুক্তিযোদ্ধা কষ্ট আর অভিমানে সবার উদ্দেশে বলতে লাগছেন, আমি একজন মুক্তিযোদ্ধা। (পকেট থেকে ফঠোকরা সার্টিফিকেটও বের করেন) ৭১ জীবনবাজি রেখে পাকসেনাদের বিরুদ্ধে লড়াই করেছি। আজ আমি ভিক্ষা করছি। ট্রেনে এই বৃদ্ধ মুক্তিযোদ্ধার একটি সিট হয়না! যারা মুক্তিযুদ্ধ করেনি কেবল ব্যাংক লুট করেছে,মানুষের সম্পদ লুট করেছে, হিন্দু বা বিহারীদের জমি-জমা টাকা পয়সা লুট করেছে তারা বড় মুত্তিযোদ্ধা সেজেছে আজ, মন্ত্রী এমপি হয়েছে তারা। আমাদের ভাতা মেরে খাচ্ছে আর বলছে এই সরকার মুক্তিযুদ্ধের সরকার। ৪২ বছর ধরে এদের মিথ্যা শুনছি, আর হজম করতে পারছিনা। এইদেশে মুক্তযুদ্ধ শব্দটি একটি রাজনৈতিক হাতিয়ার। প্রকৃত মুক্তিযোদ্ধারা কেউ ভালো নেই। সবাই আমার হয় ভিক্ষা করছে নয় দুবেলা খেতে মানুষের দুয়ারে দুয়ারে ছুটছে।

মুক্তিযোদ্ধার কথা শেষ হতেই এ্ক ভদ্রলোক তাকে সিট ছেড়ে বসতে দিলেন। ভদ্রলোক রাজশাহী পর্যন্ত দাড়িয়ে গেলেন। সিটে একটু বসতে পেরে মুক্তিযোদ্ধা ঘুমিয়ে পড়লেন। আহা এই ঘুম কত আড়ামের ,আমি দেখলাম। ভদ্রলোকের পরিচয় জানতে চাইলাম,তিনি ইসলামী ব্যাংকে চাকরী করেন। দেখেই বুঝলাম তিনি জামায়াত শিবিরের লোক। আমি হাসলাম । ভাবলাম, এই ভদ্রলোকটি মুক্তিযোদ্ধাকে সন্মানদিলেওে আমরা প্রগতীশীলরা শুধু চেয়ে চেয়ে দেখলাম। আমার মনে হলো পুরো বাংলাদেশের দৃশ্য এটি। আজ যারা মুক্তিযুদ্ধের সরকার দাবীদার তারা কি সত্যি মুক্তিযুদ্ধ করেছিলেন ?

সাংবাদিক

বিষয়: বিবিধ

১৩৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File