নষ্ট বামদের নাষ্টামিতে কষ্টে আছে জাতি

লিখেছেন লিখেছেন আবু জারীর ২০ জুন, ২০১৩, ০৪:০৯:১১ বিকাল



নষ্ট বামদের নাষ্টামিতে

কষ্টে আছে জাতি

দিল্লি মষ্কে বৃষ্টি হলে

ঢাকায় ধরে ছাতি!

ভোটের রাজনীতিতে ভোট পায়না

জনসভায় মানুষ

তারপরেও হয়না বামদের

একটুখানি হুশ!

চক্ষুলজ্জা থাকত যদি

বাম নষ্টদের

শাহাবাগের গোমড় ফাঁসের পর

হতনা আর বের।

টিভি ক্যামেরার সামনের মেয়েটি

করতনা গলাবাজি

বাবা মাকে বলত কন্যা

ডেকে আনতে কাজী।

মানির মান উষ্ঠায় যায়না

এটাই নষ্টের নীতি

ইসলামের বিজয় কেতনই

বামদের আসল ভিতি।

নষ্টামি ছেড়ে তওবা করে

হলে মুসলমান

মাফ করবেন আল্লাহ'তায়ালা

রহীম রহমান।

বিষয়: বিবিধ

১৪৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File