**********না পড়লে কঠিন মিস************
লিখেছেন লিখেছেন সকাল বেলার পাখি ২২ জুন, ২০১৩, ০৭:৪৩:৪০ সন্ধ্যা
গ্রাম বাংলায় এক বহুল প্রচলিত তিনটা কুত্তার গল্প আছে । একবার
৩টা কুত্তা এক বিয়ে বাড়ির পাশ দিয়া যাচ্ছিলো । তারা ঠিক
করলো তারা বিয়ে খাবে । তো তার ঠিক করলো একজন একজন
করে যাবে ।
১ম
কুত্তাটা গেলো যাওয়ার সাথে সাথে বাবুর্চি তাকে দেখে লাঠি দিয়ে বাড়ি মারলো ।
ফিরে আশার পর অন্য কুকুর গুলো তাকে জিজ্ঞেস করলো কিরে কেমন আপ্যায়ন করলো কুকুরটি বললো যাওয়ার সাথে সাথে বসাইয়া দিছে । তারপর
২য়
কুত্তা গেলে বাবুর্চি আরো রেগে গিয়ে কুত্তার গায়ে গরম
পানি ঢেলে দিলো । আশার পর অন্য কুত্তা জিজ্ঞেস করল কেমন
খাওয়ালো বললো যাওয়ার সাথে সাথে গরম গরম দিছে ।
এরপর ৩য়
টা গেলে বাবুর্চি মনে মনে ভাবলো এট ব্যাটাতো অতিরিক্ত শয়তান
বার বার আসে তাই তাকে বেধে রাখলো । তারপর অনেক কষ্টে সে ছুটে এলে তাকে অন্য কুকুর
গুলো বললো কিরে এতো দেরি হলো ?
সে বললো আমাকে আসতেই দিতে চাইছিল না ।
''ঠিক এরকম হচ্ছে আওয়ামিলীগের অবস্থা তারা নানা টালবাহানা আর
যুদ্ধাপরাধ যুদ্ধাপরাধ করে নিজেদের ব্যার্থতা , অপশাষন
শৈরাচারিতা ঢাকতে চাচ্ছে কিন্তু জনগন তাদের ঠিকি বাঁশ দিচ্ছে ।
কিন্তু এটা তারা বুঝেও না বোঝার ভান করছে'' ।
বিষয়: বিবিধ
১৪৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন