ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন..........তাবলীগ জামাতের মুরুব্বী আল্লামা যোবায়েরুল হাসান কান্ধলভি সাহেব ইন্তেকাল করেছেন.
লিখেছেন লিখেছেন শিহাব আল মাহমুদ ১৮ মার্চ, ২০১৪, ০২:৫২:০২ দুপুর
বিশ্ব তাবলিগের মুরব্বী লক্ষ -কোটি মানুষের প্রিয় শাইখ - আল্লামা যোবায়েরুল হাসান কান্ধলভি ( দিল্লী )আজ বেলা ১১ টায় ইন্তেকাল করেছেন। (তিনি ইন্ডিয়ার )
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন.......................
প্রতি বছর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত, কিন্তু উনার গলার মধুর আওয়াজ শুনবেনা ইজতেমায় আগত ধর্মপ্রান মুসলমাল।
তিনি বিশ্ব ইজতেমায় আখেরী মোনাজাত পরিচালনা করতেন..
আল্লাহ সাহেবকে জান্নাতের উচু স্থান দান করুন। আমীণ
আমি শোকাহত...................
বিষয়: বিবিধ
২৪৯৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাবলীগ জামায়াতের 'মুরুব্বী'! ইসলামী পরিভাষায় মুরুব্বী শব্দটি কিভাবে ঢুকে গেল বুঝলাম না? আমরা দেখতাম গ্রামের বুড়ো লোককে মুরুব্বী বলা হত। সে সব মুরুব্বীদের কোন ভূমিকা থাকত না। তাবলীগ জামায়াতের প্রধানের তো অনেক ভূমিকা ছিল, তাঁকে শেখ, ইমাম, নেতা সহ আরো কতভাবে শব্দগত সম্মান দেখানো যেত। তাঁর পদ ও পদবীতো মুমীনের কাছে মামুলী বিষয় নয়। একজন সাহাবী অন্য সাহাবীর সাথে দুনিয়াবী কাজে দেখা হলেও এর চেয়ে বেশী সম্মান দেখাতেন।
নিজেরা মুসলমান হয়ে নিজেরাই যদি নিজেদের ইমামদের এত ছোট পদবী দিয়ে সম্মানিত করি, ইসলাম বিদ্ধেষীরা এসব পদ ও পদবীকে হেয় প্রতিপন্ন করতে আরো সুযোগ পেয়ে যাবে।
আসলে উনাকে ছোট করা হয়নি। ভারতে বড় বড় আলেম খায়খ সাহেবদের মুরুব্বী বলে ডাকে. তাই বাংলাদেশে তিনি মুরুব্বি হিসাবে পরিচিত হয়ে গেলেন.. মানে দেওবন্দী হুজুরগনকেও মুরুব্বী বলা হয়.........ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন