নিশ্ছয় ভুলে যাননি যে আইনমন্ত্রী ভাগ্নের সে তার নিজ রুমে ল্যাপটপ বিস্ফোরিত হয়ে আগুন লেগে নিহত হওয়ার ঘটনা !!!!!

লিখেছেন লিখেছেন শিহাব আল মাহমুদ ০৮ অক্টোবর, ২০১৩, ০৩:৪৭:০৬ দুপুর

এই প্রথম শুনলাম আইপিএস বিস্ফোরন হলে গ্রেনেড সৃষ্টি হয়। তাও আবার একের পর এক উদ্ধারই হচ্ছে। আজও নাকি আরেকটি তাজা গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। কি ব্যাপার গ্রেনেডে কি বাচ্চা দেয়া শুরু করেছে নাকি? হায়রে নাকট!! আর কত নাটক দেখতে হবে।

নিশ্ছয় আপনারা ভুলে যাননি যে আইনমন্ত্রী ভাগ্নের কথা। সে তার নিজ রুমে ল্যাপটপ বিস্ফোরিত হয়ে আগুন লেগে নিহত হয়। কই তখন কোথায় ছিল হারামি হলুদ মিডিয়ার দল?? ওই সময় সন্দেহ পর্যন্ত হয়নি।

আর মাদ্রাসা আইপিএস,ল্যাপটপ,সিপিও ও মনিটর এতো সব বিস্ফোরন হলে একটু বড়ই হবে। দূর্ঘটনার আগুনে আহত/নিহত হতেই পারে। তাই বলে কি চক্রান্ত করে গ্রেনেড উদ্ধার নাটক সাজাতে হবে। মুফতি ইজহারকে গ্রেফতার করার ইচ্ছা থাকলতো ৫মের দোহাই দিয়ে-ই গ্রেফতার করা যেত। কেন এতো সব বোমাবাজির নাটক আর ঘটনার ১০মিনিট যেত না যেতেই অত্যাধুনিক ডিজিটাল ব্যানারে মাদ্রাসা উদ্ছেদের দাবি উঠে। নাকি মাদ্রাসা ছাত্র কমানোর শুরুর আরেকদাপ এগিয়ে যাওয়ার চেষ্টা।

বিষয়: বিবিধ

১২৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File