২৯ আগস্ট হবিগঞ্জে আসছে ইলিয়াছ আলী

লিখেছেন লিখেছেন শিহাব আল মাহমুদ ২৫ আগস্ট, ২০১৩, ০৪:২৩:৩৮ বিকাল



আগামী ২৯ আগস্ট হবিগঞ্জ জেলা বিএনপির জরুরি সভায় গুম হওয়া বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী উপস্থিত থাকবেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী। হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সম্পাদকের কাছে প্রেরিত বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক আসাদুল কবীর শাহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইলিয়াছ আলী উপস্থিত থাকার কথা জানানো হয়েছে।

আগামী ২৯ আগস্ট বৃহষ্পতিবার সকাল ১১টায় হবিগঞ্জ জেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে কেন্দ্রের নির্দেশে জেলা বিএনপির এক জরুরি সভা আহ্বান করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনকে আরও বেগবান করার লক্ষ্যে জেলায় জেলায় কেন্দ্রীয় নেতারা সফর করছেন। এর অংশ হিসেবে ওই সভায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী দলনেতা হিসেবে উপস্থিত থাকবেন। এ টিমের সদস্য হিসেবে গুম হওয়া বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ সুজাত মিয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ সুজাত মিয়া উপস্থিত থাকবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক ডাঃ আহমদুর রহমান আবদাল জানান, কেন্দ্রীয় অফিসের বিজ্ঞপ্তিতে ২৯ তারিখের সভায় এম ইলিয়াস আলী উপস্থিত থাকার কথা জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর একটি হোটেল থেকে বের হওয়ার পর এম ইলিয়াস আলীর আর কোন সন্ধান মেলেনি।

http://www.newsevent24.com/2013/08/25/%E0%A6%B9%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%89/?fb_source=pubv1

বিষয়: বিবিধ

১৩৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File