সিরিয়া সহস্রাধিক নিস্পাপের গ্যালারি
লিখেছেন লিখেছেন শিহাব আল মাহমুদ ২২ আগস্ট, ২০১৩, ০৫:০৪:৫৭ বিকাল
আসাদ বাহিনীর ষরযন্ত্রে ১হাজার ৩শ নারী,পুরুষ,শিশূ নিহত হয়েছে। শ্বাসের সঙ্গে রাসায়নিক বিষাক্ত গ্যাস শরীরে ঢুকে প্রাণ কেড়ে নিল নিরহ মানুষের। আলো তখনও মাটি ছোঁয়নি। গভীর ঘুমে আচ্ছন্ন সিরিয়ার রাজধানী দামাস্কাসের তিন শহরতলি আইন তারমা, জামালকা এবং জোবার বাসিন্দারা। সে ঘুম আর ভাঙল না। অভিযোগ প্রমাণিত হোক বা না হোক, যে মৃত্যুমিছিলের প্রত্যক্ষ বা পরোক্ষ দায় এড়াতে পারছে না আসাদ-সরকার।
কি অপরাধ ছিল নিস্পাপ শিশু গুলোর? আছে কি কারো কাছে এর জবাব? পারবে কি আসাদ বাহিনী এর দায় এড়াতে? ক্ষমতার মূহে পড়ে আজকে নিরহ মানুষ হত্যা যেন রুটি হয়ে দাড়িয়ে ক্ষমতা লোভিদের। একদিন এর সাজা ভুগ করেতই হবে আজকে যারা ক্ষমতার মূহে অসহায় নিরস্ত্র মানুষের রাসায়নিক অস্ত্র ব্যবহার করে মানুষ হত্যা করছে।
আল্লাহ তুমি রক্ষা কর সিরিয়ার জালিম বাশাল আল আসাদ বাহিনীর নির্যাতন থেকে।
বিষয়: বিবিধ
১৭৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন