লিমনের জিপি-এ ৪ প্রধানমন্ত্রী কথা মিথ্যা
লিখেছেন লিখেছেন শিহাব আল মাহমুদ ০৩ আগস্ট, ২০১৩, ০৬:০৭:৩৮ সন্ধ্যা
২০১১ সালের ২৩ মার্চ এইচএসসি পরীক্ষা শুরুর ১২ দিন আগে ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের বাড়ির পাশের মাঠে গরু আনতে গেলে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে আহত হয় লিমন। পরে লিমনের জীবন বাঁচাতে চিকিৎসকরা তার বাঁ পা কেটে ফেলতে হয়েছে লিমনের। তার মামলাসহ বিভিন্ন ধরনের হয়রানি ছিল লিমন পরিবারে উপর। আমার বিশ্বাস এ লিমনের এতসব না হলে জিপি-এ ৫ পেত।
প্রধানমন্ত্রী বলেন জামাত শিবির বি্এনপির রাজনৈতিক কর্মসূচীর কারনে ফলাফলে ধস নেমেছে।
তাই যদি হতো তাহলে লিমন জিপিএ৪ পেতনা। রাজনীতির কর্মসূচী ছাত্রছাত্রীদের পড়া লেখা কোন বাধা হয়নি। বরং ছাত্রছাত্রীদে ও শিক্ষকেদর অলসতা রয়েছে।
বিষয়: বিবিধ
১১৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন