নেইমার

লিখেছেন লিখেছেন শিহাব আল মাহমুদ ২১ জুন, ২০১৩, ০১:১৩:১৩ দুপুর



নেইমার এখন বিশ্বের সেরা তিন ফুটবলারদের মধ্যে একজন। কনফেডারেশন কাপই হচ্ছে আদর্শ মঞ্চ নেইমারের প্রতিভা দেখানোর। নেইমার হচ্ছে স্কিল আর টেকনিকের মিশেল। মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ডিফেন্ডারদের ঘুম কেড়ে নিয়েছে নেইমার।

স্কোলারি, ব্রাজিল কোচ

নেইমার এমন একজন ফুটবলার যে মাঠে নামলে সব কিছুই করতে পারে। আমি জানতাম নেইমার বেশ কয়েক জনকে কাটানোর ক্ষমতা রাখে। তাই তৈরি ছিলাম পাসটা পেয়ে গোলটা করার জন্য।

জো আলভেজ, ব্রাজিল স্ট্রাইকার

নেইমারের মতো ফুটবলার ব্রাজিলে আছে বলেই ম্যাচ হারতে হল। শুরুতে নেইমারের গোলটা যেমন দারুণ ছিল তেমনই শেষে পাসটাও বিশ্বমানের ছিল।

দে লা তোরে, মেক্সিকো কোচ

নেইমারকে যারা খারাপ ফুটবলার বলেছিল, তাদের এখন মুখ লুকনোর জায়গা নেই। আর এই সমালোচকদের সংখ্যাটাও দিনে দিনে কমছে।

গ্যারি লিনেকার, প্রাক্তন ইংল্যান্ড তারকা

বিষয়: Contest_mother

১৪২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File