শাপলার সাদা সমূদ্র ও সিটি কর্পোরেশনের মুসলিম জনতার জয়
লিখেছেন লিখেছেন শিহাব আল মাহমুদ ১৬ জুন, ২০১৩, ০২:২০:৪০ দুপুর
আলেম উলাম. মাদ্রাসা কলেজ. বিশ্ব বিদ্যালয় ছাত্র, পান দোকনি, রিক্সা চালক তৌহিদী জনতার আন্দোল বৃথা যায়নি।চারটি সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ে বুঝা যায়। আরো জয় সামেন অপেক্ষা করছে মুসলিম জনতার। দাত ভাঙ্গা জবাব দেয়া হয়েছে সিটি কর্পোরেশন নির্বাচনে। তারা বুঝিয়ে দিছে হেফাজতে ইসলাম ও তৌহিদী জনতার আন্দোলন কি! শাহবাগে আন্দোলন থেকে যখন ইসলাম ও মোহাম্মাদ স: নিয়ে কটুক্তি করল ধর্মপ্রান মুসলমানের সহ্য হয়নি ঝপিয়ে পড়ল আন্দোলনে উপমহাদেশের প্রখ্যাম আলেম শাহ আল্লামা আহমদ শফীর ডাকে। মতিঝিল রূপ নিল সাদাসমূদ্রে তখনই সরকারের কাপন শুরু হয়।
জনতার এই আন্দোলনের মূখে সরকার মদীনার সনদ অনুয়ায়ী দেশ চালানোর কথা বললেও তাদের কার্যক্রমে মোটেও নয়। তাই চারটি সিটি কর্পোরেশন নির্বাচনে জনগন বুঝিয়ে দিল যে নাস্তিক লালনকারী ও ইসলাম বিদ্বেষী সরকারের ক্ষমতা থাকার অধিকার নেই।গভির রাতে বাতি নিভিয়ে আলেম ও সাধারণ জনকে গুলি করে হত্যাকারীরা ক্ষমতা থাকার অধিকার নেই। তাই চারটিতেই ডুবে মরল আওয়ামী নাস্তিকবাদী সরকারের চার প্রার্থী।অবশ্য শাপলার গনহত্যার পর সারা দেশে আলোচনা শুরু হয় আওয়ামীলিগ কি আগামীতে সরকার গঠন করতে পারবে? এই প্রশ্নের উত্তর বাংলাদেশর মানুষ পেয়ে। সামনে জবাব আরো কঠোর ভাবে দিবে।
বিষয়: Contest_mother
১৬০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন