রাত বিষয়ক........
লিখেছেন লিখেছেন পিন্টু রহমান ৩০ মে, ২০১৪, ০৩:৩৩:৫৬ রাত
ঘুমহীন চোখ
তারার পানে চেয়ে থাকি
উচ্ছ্বাস তরঙ্গে দু'হাত বাড়িয়ে দিই!
রাতের গভিরতায় গড়ে ওঠে প্রণয়গাঁথা-
শিশিরের পায়ে নেমে আসে মায়াবি জোছনা,
আর আমি, রাত জেগে রাত পাহারা দিই!
বিষয়: সাহিত্য
৯২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন