রোযা কি অনাহার যাপন?

লিখেছেন লিখেছেন হানিফ খান ০৪ জুলাই, ২০১৫, ০৩:০২:২৩ দুপুর

রোযা কি অনাহার যাপন?

রমাযানের রোযার ব্যাপারে কারো

কারো মন্তব্য শুনে মনে হয় যেন তারা

রোযাকে একটি অনাহার যাপনের

সাধনা মনে করে। ইসলামের রোযাটা

যেন অন্যান্য ধর্মের সাধনার মত শুধুই

একটি সাধনা। মনে রাখবেন, এ ভাবনা

নিতান্তই ভুল। রোযা ইসলামের অত্যন্ত

গুরুত্বপূর্ণ একটি ইবাদাত। তাতে অনেক

রহস্য ও তাৎপর্য নিহিত রয়েছে।

রোযার সুনির্দিষ্ট নিয়মনীতি,

মাসায়েল ও পদ্ধতি ইসলামে

নির্দেশিত রয়েছে। যা আমরা

খাতামুন নাবিয়্যীন হযরত মুহাম্মদ (সঃ)

থেকে আল্লাহর ওহীর মাধ্যমে

পেয়েছি। রোযার সবচেয়ে গুরুত্বপূর্ণ

হেকমত বা রহস্য হল তাকওয়া ও অন্তরের

পবিত্রতা অর্জন করা। যেমন সূরা

বাকারার ১৮৩ নং আয়াতে বলা

হয়েছে।

পক্ষান্তরে অনৈসলামী সাধানা বা

অনাহার যাপনের মূল উদ্যেশ্য হলো শুধু রূহ

বা আত্নার শক্তি অর্জন করা। অন্তরের

পবিত্রতা বা তাকওয়া অর্জনের সঙ্গে

যার সামান্যতম কোন সম্পর্কও নেই।

উপরন্তু তাদের সে সাধনা সম্পুর্ণ মনগড়া

এবং ইবাদাতের সঙ্গে সাথে তার

সামান্যতম সম্পর্কও নেই। সুতরাং

ইসলামী রোযাকে বিজাতিদের

মাঝে প্রচলিত সাধনার মত একটি

সাধনা মনে করা চরম মূর্খতা ; যা

থেকে তাওবা করা ফরয।

বিষয়: বিবিধ

১০৬৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328555
০৪ জুলাই ২০১৫ দুপুর ০৩:৪১
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
328606
০৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৫৪
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
328735
০৫ জুলাই ২০১৫ দুপুর ০২:২০
হানিফ খান লিখেছেন : পড়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File