"তবুও কেন আসো তুমি সবাইকে জানিয়ে বারবার??.
লিখেছেন লিখেছেন হানিফ খান ২১ এপ্রিল, ২০১৫, ০৭:০২:৫১ সন্ধ্যা
"মনকাড়া রংধনু লাগিয়ে এসেছিলে তুমি,
"অবশেষে নষ্ট করলে এই পবিত্র বাংলার ভুমি।
"চুনকালি মাখা এই মুখ নিয়ে এসো না বৈশাখ আর এসো না,
"এভাবে আর মোদের শাড়ী-কাপড় আর উড়না টানতে এসো না।।
"বছর ঘুরে গোপনে এসে আবার যেও চলে নীরবে,
"তাহলেই আর তোমায় মন্দ ভাববে কেউ এই ভবে।।
"দুষ্টো লোকেরা প্রতিবারই করে তোমায় অপব্যবহার,
"তবুও কেন আসো তুমি সবাইকে জানিয়ে বারবার??.
বিষয়: বিবিধ
১১১৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন