কেন তুমি সকালে ঘুম থেকে উঠে তোমার ছেলেকে আগুণের ধারে কাছে যেতে বারণ করোনি "মা" ?
লিখেছেন লিখেছেন হানিফ খান ০৫ সেপ্টেম্বর, ২০১৪, ১১:১৬:৪৪ রাত
গতরাত "মা" স্বপ্নে দেখে, তার ছেলে হানিফ রান্না করতে গিয়ে শরীর পুড়িয়ে ফেলে এবং রাতে ঠান্ডা লেগে প্রচন্ড শরীর খারাফ করে।
এমন দুঃস্বপ্ন দেখে হঠাৎ ঘুম টা ভেংগে যায় আমার মায়ের।
আব্বাজান "মা" কে বুঝিয়ে ঘুম পাড়ায় তবুও যে মায়ের আর ঘুম হয় নাই।
রাত্রে মায়ের দু:স্বপ্নের সাথেসাথে অসুস্থ হওয়া ছেলে হানিফ শুক্রবার ম্যাচে ফ্রেন্ডসদের নিয়ে রান্না করতে গিয়ে বাঁহাতের চার আংগুল পুড়ে ফেলে।।
বিষণ্ণ মন নিয়ে আবেগ আপ্লুত হয়ে বাদ জুমা ফোন করি মায়ের কাছে।।
নিজের অসুস্থতা এবং হাত পুড়ে যাওয়ার দুর্ঘটনা বর্ণনা করতেই এক হৃদয়বিদারক মুহুর্ত তৈরী হয়।।
অশ্রুঝরা চোখ ও ভাংগা কন্ঠস্বরে কথা বলতে লাগে ছেলের সাথে।।
মায়ের স্বপ্ন ও ছেলের বাস্তব অবস্থার সাথে মিলে যাওয়ায় "মা" ছেলের ফোনালাপ স্থীর হয়ে যায়।।
"মা" কে কষ্ট না দিতে দোয়া চেয়ে লাইন টা কেটে দেই।।।
অসুস্থ শরীর ও পোড়া হাতের যন্ত্রণার চেয়ে আজ মায়ের স্বপ্নের মিল ও ফোনালাপে মায়ের আবেগটাই আমাকে বেশি কষ্ট দিচ্ছি।।
ভাবছিলাম "মা" কে জিজ্ঞেস করবো।
মা গো! কেন তুমি সকালে ঘুম থেকে উঠে তোমার ছেলে কে আগুণের কাছে যাইতে বারণ করো নাই??
তুমি তো জানতে সন্তানের শুখ দু:খের প্রথম সংকেত টা "মা"ইতো পায়।।
মাত্র এক সপ্তাহ হয়েছে তোমাকে কে ছেড়ে এসেছি, কিন্তু এক সপ্তাহ আজ হাজার সপ্তাহে পরিণত হয়েছে।।
জানিনা বাকি দিন গুলো কিভাবে কাটাবো?
যেহেতু এলমে দীন অর্জন করতে ঘর থেকে বাহির হলাম, সেহেতু কাটাইতে যে হবেই।।
দোয়া করো মা।
তোমার ছেলে যেন তোমাদের নেক স্বপ্ন পূর্ণ করতে পারে।।
একমাত্র এলমে দীন শিখতে আসছি বলে তোমার থেকে দূরে থাকতে হচ্ছে অন্যথায় নয়।।
তবুও শয়নেস্বপনে আছো "মা" তুমি আমার অন্তরে।।
বিষয়: বিবিধ
১১৯০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন