ঠেলা খাচ্ছে ইসরাইল। ঠেলছে তিন জাতি।
লিখেছেন লিখেছেন হানিফ খান ২৫ আগস্ট, ২০১৪, ০৩:২৩:২০ দুপুর
ঠেলার নাম বাবাজি।
এবার মাইনকার চিপায় পড়েছে ইজরাইল।
পিলিস্তিনের পাশাপাশি এবার সিরিয়া ও লেবানন থেকে রকেট হামলা ইজরাইলীদের উপর।
ইহুদিবাদী ইসরাইলের
ভেতরে সিরিয়া ও লেবানন থেকে রকেট
হামলা শুরু হয়েছে।
এতে ইসরাইলের বিশাল এলাকা কেঁপে ওঠে।
সিরিয়া থেকে ছোঁড়া রকেট
আঘাত হেনেছে ইসরাইলের
দখলে থাকা গোলান মালভূমিতে।
আর লেবানন
থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র আঘাত
হানে অধিকৃত ফিলিস্তিনের
আপার গ্যালিলিতে।
ইসরাইলের সেনাবাহিনী বলেছে,
সিরিয়া থেকে কমপক্ষে পাঁচটি রকেট
আঘাত হানে গোলান মালভূমির
কয়েক জায়গায়।
ইসরাইলি সেনাবাহিনীর এক
মুখপাত্র বলেছে, কারা এই রকেট
ছুঁড়েছে তা নিশ্চিত নয় এবং তাদের
সেনারা কোনো জবাব দেয় নি।
হেতে আরো কয়, গতরাত দেড়টার
দিকে চালানো হামলায়
কোনো ক্ষয়ক্ষতি হয় নি। এদিকে,
শনিবার শেষ বেলায় লেবানন
থেকে উত্তর ইসরাইলে রকেট
হামলা হয়েছে। তবে কেউ এর দায়
স্বীকার করে নি। হামলার পর ওই
এলাকায় ইসরাইলের হেলিকপ্টার
ঘোরাঘুরি করতে দেখা গেছে বলে সংবাদ মাধ্যম জানায়।।
( হানিফ )
বিষয়: বিবিধ
১২৭২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন