শুধু কি ইন্নালিল্লাহ পড়বো?

লিখেছেন লিখেছেন হানিফ খান ১৩ জুলাই, ২০১৪, ০৫:০২:৩৪ বিকাল



বাহ ভালোই তো,,,

চোখের সামনে মুসলমান শহীদ হতেথাকবে, আর আমরা মুসলিম দেশের প্রধানরা জুব্বা গায়ে দিয়ে শুধু ইন্নালিল্লাহই পড়বো।।।

কিছু কি করার নেই?

এতই শক্তিশালী হয়ে গেছে ইজরাইলিরা?

এতো গুলা শক্তিশালী মুসলিম দেশ থাকতেও আজ সামান্য ইজরাইলের কাছে আমাদের পিলিস্তিনের ভাইয়েরা চির মাজলুম হয়ে থাকবে??

আর কত কাল??

আর কত কাল??

বিষয়: বিবিধ

১০৮৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

244451
১৩ জুলাই ২০১৪ রাত ১০:২০
পুস্পিতা লিখেছেন : যতকাল না মুসলিম রাষ্ট্রগুলো ধর্মনিরপেক্ষতাবাদী হাসিনার মতো সরকার গুলো থেকে মুক্ত না হবে ততদিন মুসলমানদের পক্ষে দাঁড়ানোর জন্য কাউকে পাওয়া যাবে না, কেউ দাঁড়াবে না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File