বৃষ্টির জন্য আজ দোয়া হলো হাটহাজারীতে
লিখেছেন লিখেছেন হানিফ খান ২৫ এপ্রিল, ২০১৪, ০৭:২৮:৫০ সন্ধ্যা
বৃষ্টির জন্য আজ দোয়া হলো হাটহাজারীতে।
শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (দা:বা এর সাথে হাত উঠালো হাজারো হাফেজ,আলেম ও নওজোয়ান ভাইয়েরা। বারবার তারা কণ্ঠ মিলাচ্ছিলেন এই বলে -হে আল্লাহ,আমরা গোনাহগার!অতিবৃষ্টি অনাবৃষ্টির সব আমাদের হাতের কামাই;পাপের ফল।
ইয়া আল্লাহ!আমাদের মাফ করো!!
আমাদের গোনাহের কারণে তোমার প্রিয় বান্ধাদের সাজা দিও না!
ইয়া আল্লাহ...!
*আলহামদুলিল্লাহ,এর পর থেকেই আবহাওয়া মোটামুটি সহনীয় পর্যায়ে। বাতাস বইছে। বৃষ্টির সম্ভাবনা ও দেখা যাচ্ছে।
আল্লাহ কবুল করুন!আমীন!!
বিষয়: বিবিধ
১১৩৪ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমিন।
মন্তব্য করতে লগইন করুন