দোয়া করি যেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন,

লিখেছেন লিখেছেন হানিফ খান ১৪ এপ্রিল, ২০১৪, ০৮:৩৮:১২ সকাল

আমরা অনেকে আছি যারা আজ ফেসবুক সহ বিভিন্য ব্লগে "১লা বৈশাখের" অপসংস্কৃতির বিরুদ্ধে পোস্ট দিচ্ছি। এর ইসলাম বিরুধী কর্মকাণ্ড তুলে ধরছি। বেহায়াপনা উৎসব ও মেলা র বিরুধিতা করছি।

অথচ আমাদের মদ্ধেই অনেকে সেই নববর্ষের নামে বেহায়াপনা উতসবে মেতে উঠবো। আমরা অনেকেই বখাটে বন্ধুদের অনুরোধে বা খাতিরে তাদের সাথে বিভিন্য কন্সার্টে অংশগ্রহণ করবো। তখন এমন কোন বুজুর্গ নেই যে তার চোখ কে হেফাজত করবে, ফিরিয়ে রাখবে বর্ণিল সাজে সজ্জিত তরুণীদের থেকে।

তাই আসুন আমরা কথা ও কাজে মিল রেখে বাহির জগত ও অনলাইন জগতে ইসলামের দাওয়াত দিই। শুধু মুখে আর হাতে কলমে নয়, আমাদের প্রেক্টিক্যালভাবে আমল ও আপ্রাণ চেষ্টা মুজাহেদা করেই এ সমস্ত ইসলাম বিরুধি অপকর্ম রুখে দিতে হবে।

আর সে সাথে দোয়া করি যেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন,

আর আল্লাহ আমাদের হেফাজত তখনই করবে যখন আমরা বেচে থাকার চেষ্টা করবো।

বিষয়: বিবিধ

১০৫৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

207483
১৪ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৩৯
এহসান সাবরী লিখেছেন : আমীন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File