এদের কপালে কি হেদায়েত নেই ???

লিখেছেন লিখেছেন হানিফ খান ০৭ এপ্রিল, ২০১৪, ০৮:২৫:১৯ সকাল

পবিত্র কোরআনে আল্লাহ্‌ রাব্বুল আলামীন মক্কার তৎকালীন কিছু কাফেরদের ব্যাপারে আয়াত অবতীর্ণ করে বলেন ,

খাতামাল্লাহু আলা কুলূবিহিম..................।

অর্থাৎ আল্লাহ্‌ তালা তাদের (কাফের) মন, কান, চোখ শীশা দিয়ে ঢালাই করে দিয়েছেন।

এখন তারা দেখেও না দেখার ভান করবে, শুনেও না শুনার ভান করবে, এক কথায় তাদের কপালে হেদায়েত নেই।

যাই হোক আমি কোন মোফাসসের না, আমি এখনো কেবল একজন ছাত্র, তাই ভুল হলে সংশোধন করে দিবেন।

মোফাসসিরে কেরামগন বলেন,

উপরোক্ত আয়াতটি মুসলিমদের জন্য প্রযোজ্য নয়।

অর্থাৎ তারা যতই অন্যায় করুক হয়তো একদিন হেদায়েত পাবে।

আর হেদায়েত পেতে পারেন ইহুদী খৃস্টান হিন্দু বোদ্ধ বা যেকোনো ভ্রান্ত মতালম্বিরা।

আমার এই কথাটি বলার উদ্দেশ্য হলো।

বর্তমানে বহু আওয়ামীলীগ মার্কা মুছলমান দেখা যায়, যারা এখনো নিজেদের নেতাদের দোষ ঢাকতে গিয়ে আলেম উলামা তউহিদি জনতা কে হেয় প্রতিপন্ন কিংবা তিরস্কার করতেও সামান্যটুকু কুন্ঠাবোধ করে না।

এখনো শাহবাগিদের ধন্যবাদ দিতে গিয়ে মতিঝিল শহীদ চত্বরের শহীদদের নিয়ে বাঝে কমেন্ট ও বিদ্রুপ করে।

এখনো সেই আলেম উলামার পিছনে নামাজ পড়ে, আবার সেই আলেম কে রাজাকার বলে গালী দেয়।

নিজেদের নেতারা যখন ইসলাম ও ইসলামী বস্তু, হুকুম-আহকাম ও ব্যাক্তি বিশেষদের নিয়ে বারবার কটুক্তি করে, তখন সেটার জন্য নিন্দা না করে উলটো আল্লামা আহমেদ শফী, জুনায়েদ বাবু নগরী, পীর সাহেব চরমোনাই, ও অন্যান্য হক্কানি আলেম উলামাদের অনুচিত সমালোচনা করে ও তাদের দোষ খুজে বেড়ায়।

যখন তেদের নেতারা বলনে।

১।কুৎসিত চেহারা ডাকতেই মেয়েরা বরকা পরে- সাবেক ডেপুটি স্পিকার শওকত।

২। বঙ্গবন্ধু মদ-জুয়া হারাম করেছে- শাহজাহান খান।

৩।গ্রামে গঞ্জে ইসলামিক জলসা বন্ধ করতে হবে-পঙ্কজ কুমার।

৪। মেয়েদের বরকার হাট থেকে বাচাতে হলে তাদের নাচ-গান

শিক্ষা দিতে হবে- হাসান মাহমুদ।

৫। সেনাবাহিনী থেকে ইসলামপন্থীদের বিতাড়িত করতে হবে- জয়।

৬। জোর করে মেয়েদের বরকা পরানো যাবে না- হাইকোর্ট।

৭। রাসুল (সঃ) হিন্দুদের পুজার জন্য মসজিদের অরধেক জায়গা

ছেড়ে দিয়েছে- ধর্ম প্রতিমন্ত্রী।

৮। আমি মুছলমানও নই হিন্দুও নই- সৈয়দ আশরাফ।

৯। মা দুর্গা গজে চড়ে এসেছে তাই ফলন ভাল হয়েছে- প্রধানমন্ত্রী হাসিনা।

১০। রাসুল সঃ কে কটূক্তি করা স্বাভাবিক বিষয় এটা নিয়ে

এত বাড়াবাড়ি করা ঠিক নয়- তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

১১। রাসুল (সঃ) ধর্মনিরপেক্ষ ছিলেন- সংসদে এম পি বাদল।

এসমস্ত উক্তি গুলা করার পরেও

এ সমস্ত নেতাদের অনুকরণ করা বা এদের তালে তালে নাচা কি ঐ সমস্ত কাফেরদের মত নয়, যাদের কলব, কান, ও চোখে আল্লাহ্‌ মহর মেরে দিয়েছেন???

যাদের কপালে হেদায়েত নেই।

তা নাহলে,

রাতের আঁধারে এতোগুলি আলেমকে (চাই একটি হোক) গুলি করে নির্বিকারে হত্যা করেও আবার আলেম উলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা সহ জগন্নতম করমকান্ড করার পরেও আমরা কোন যুক্তিতে এই নাস্তিক, মুনাফিক, বেইমান ও দালালদের দল সমর্থন করি ও তাদের পক্ষে লাপালাপি করি???

রাজাকারের বিরুধিতা করবো, তাই বলে নাস্তিকদের আশ্রয়-প্রশ্রয় দিবো?

এখনো যারা কালিদেবী, দুর্গাদেবী দের দল নিয়ে পড়ে আছে, আর মুসলিম তউহিদি জনতার যৌক্তিক আন্দোলনকে প্রশ্নবিদ্দ করতে চায়, আমার মনে হয়...। খাতামাল্লাহু আলা কুলুবিহিম..................।। আয়াত টি তাদের জন্যও প্রযোজ্য হয়ে গেছে।

তারপরেও সবার জন্য দোয়া করি, যেন আল্লাহ্‌ সবাইকে সঠিক বুঝ দান করে, মৃত্যুর আগে কালিমা নসীব হয়ার তৌফিক দান করে।। আমীন

বিষয়: বিবিধ

১২৩৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

203703
০৭ এপ্রিল ২০১৪ সকাল ১০:৩৫
ভিশু লিখেছেন : হিদায়াত তো আসলেই একটি অত্যন্ত সৌভাগ্যের বিষয়! দয়াময় আল্লাহর করুণা! এই পথভ্রষ্টদের সেই সৌভাগ্য থাকলে তো এমন সব দায়িত্বজ্ঞানহীন কথা বলতে পারতেন না!
203741
০৭ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪২
সজল আহমেদ লিখেছেন : আমীন।
203854
০৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১৪
ফেরারী মন লিখেছেন : আল্লাহ্‌ সবাইকে সঠিক বুঝ দান করে, মৃত্যুর আগে কালিমা নসীব হয়ার তৌফিক দান করে।। আমীন Praying Praying Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File