মৌলবাদী কাকে বলে?

লিখেছেন লিখেছেন হানিফ খান ১৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৪৪:৫৫ বিকাল

দাঁড়ি টুপি ওয়ালারা= মৌলবাদী

পায়জামা পাঞ্জাবী ওয়ালারা= মৌলবাদী

পাঁচ ওয়াক্ত নামাজ আদায় কারীরা= মৌলবাদী

মাদ্রাসার শিক্ষকরা= মৌলবাদী

মাদ্রাসার ছাত্ররা= মৌলবাদী

তাবলীগের মুবাল্লিগরা= মৌলবাদী

এবার জেনে নিই "মৌলবাদী" অর্থ কি?

মৌলবাদী অর্থ হলো যারা মূল হাকীকত কে বিশ্বাস করে।

যেমনঃ যারা নারীদের নিয়ে বেশি লাপালাপি করে, তাদের বলা হয় "নারীবাদী", যারা মিথ্যা কথা বলে তাদের বলা হয় "মিথ্যাবাদী" ইত্যাদি ইত্যাদি।

তেমনিঃ যারা আল্লাহ্‌র অস্তিত্বকে বিশ্বাস করে, যারা জান্নাত-জাহান্নাম বিশ্বাস করে, হাশর-নশর বিশ্বাস করে, যারা পুলসিরত বিশ্বাস করে, যারা কিয়ামতের দিন কে বিশ্বাস করে, যারা মৃত্যুর পর জিবিত হওয়া কে বিশ্বাস করে।

এক কোথায় যারা ঈমানে মুফাচ্ছল বিশ্বাস করে এবং এ গুলা নিয়ে বিশ্লেষণ করে, এবং নিজে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেওয়ার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যায় তাদেরকেই মৌলবাদী বলে।

এক কথায় সমস্ত আস্তিক মুসলমান হলো মৌলবাদী।

আর যারা মূল হাকীকত কে বিশ্বাস করে না, তারাই গায়রে মৌলবাদী বা নাস্তিক।

আর কেবল নাস্তিকরাই আস্তিকদের মৌলবাদী বলে গালি দিতে চায়, যদিও তারা বুঝে না যে, বাস্তবে "মৌলবাদী" একটি ভালো উপাধি।

তাই নাস্তিদের সাথে কন্ঠ মিলিয়ে যারা আস্তিকদের মৌলবাদী-জঙ্গি (মুক্তিযোদ্ধা) বলে চিৎকার করবে, তারাও নিজেদের নাস্তিকদের কাতারে নিয়ে যাবে।

আর আস্তিকরা সব সময় মৌলবাদী(মূল বিশ্বাসী) ছিলো, আছে, ইংশাআল্লাহ মৌলবাদী হয়েই থাকবে।

বিষয়: বিবিধ

৪৪৩৩ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

178484
১৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৭
সিটিজি৪বিডি লিখেছেন : কোরআন-হাদীসসহ ধরা পড়লে পত্রিকায় শিরোনাম হয় জিহাদী বই সহ গ্রেফতার......আল্লাহ এই জালিমদেরকে বিচার করব্ই করবে।
178487
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
আমি মুসাফির লিখেছেন : মৌলবাদী গালি আকারে যারা নিজেদের অভিব্যক্তি প্রকাশ করে তারা এক কথায় ইসালমের চরম শত্রু এবং ের্বোধ ।
178496
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : যারা ঈমানে মুফাচ্ছল বিশ্বাস করে এবং এ গুলা নিয়ে বিশ্লেষণ করে, এবং নিজে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেওয়ার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যায় তাদেরকেই মৌলবাদী বলে। ভালো লাগলো পিলাচ পিলাচ
178562
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১৫
সন্ধাতারা লিখেছেন : ইসলামের দুশমনরা বিপথগামী পথভ্রষ্ট, তারা ইসলাম সম্পর্কে জানে না বা জানার চেষ্টাও করে না। তাদের মূল লক্ষ্য হল দ্বিনি ঈমানদারগণকে অকারণে নাজেহাল করা। সুন্দর পোস্টটির জন্য আন্তরিক মোবারকবাদ।
178567
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২২
নূর আল আমিন লিখেছেন : আলহামদূলিল্লাহ আমরা মৌলবাদি
178578
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪৯
শিকারিমন লিখেছেন : আমার মনে হয় যাদেরকে এখন মৌলবাদ বলে গালি দেয়া হয়।
তারা নিজেরাই এখন পর্যন্ত সত্যিকারের মৌলবাদী হয়ে উঠতে পারে নাই।
178673
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫৫
অজানা পথিক লিখেছেন : হুম
178674
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫৫
আব্দুল গাফফার লিখেছেন : খুব ভাল লাগলো , অনেক ধন্যবাদ Good Luck
178777
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৫৯
শেখের পোলা লিখেছেন : আমিও মৌলবাদী হতে চাই৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File