মৌলবাদী কাকে বলে?
লিখেছেন লিখেছেন হানিফ খান ১৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৪৪:৫৫ বিকাল
দাঁড়ি টুপি ওয়ালারা= মৌলবাদী
পায়জামা পাঞ্জাবী ওয়ালারা= মৌলবাদী
পাঁচ ওয়াক্ত নামাজ আদায় কারীরা= মৌলবাদী
মাদ্রাসার শিক্ষকরা= মৌলবাদী
মাদ্রাসার ছাত্ররা= মৌলবাদী
তাবলীগের মুবাল্লিগরা= মৌলবাদী
এবার জেনে নিই "মৌলবাদী" অর্থ কি?
মৌলবাদী অর্থ হলো যারা মূল হাকীকত কে বিশ্বাস করে।
যেমনঃ যারা নারীদের নিয়ে বেশি লাপালাপি করে, তাদের বলা হয় "নারীবাদী", যারা মিথ্যা কথা বলে তাদের বলা হয় "মিথ্যাবাদী" ইত্যাদি ইত্যাদি।
তেমনিঃ যারা আল্লাহ্র অস্তিত্বকে বিশ্বাস করে, যারা জান্নাত-জাহান্নাম বিশ্বাস করে, হাশর-নশর বিশ্বাস করে, যারা পুলসিরত বিশ্বাস করে, যারা কিয়ামতের দিন কে বিশ্বাস করে, যারা মৃত্যুর পর জিবিত হওয়া কে বিশ্বাস করে।
এক কোথায় যারা ঈমানে মুফাচ্ছল বিশ্বাস করে এবং এ গুলা নিয়ে বিশ্লেষণ করে, এবং নিজে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেওয়ার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যায় তাদেরকেই মৌলবাদী বলে।
এক কথায় সমস্ত আস্তিক মুসলমান হলো মৌলবাদী।
আর যারা মূল হাকীকত কে বিশ্বাস করে না, তারাই গায়রে মৌলবাদী বা নাস্তিক।
আর কেবল নাস্তিকরাই আস্তিকদের মৌলবাদী বলে গালি দিতে চায়, যদিও তারা বুঝে না যে, বাস্তবে "মৌলবাদী" একটি ভালো উপাধি।
তাই নাস্তিদের সাথে কন্ঠ মিলিয়ে যারা আস্তিকদের মৌলবাদী-জঙ্গি (মুক্তিযোদ্ধা) বলে চিৎকার করবে, তারাও নিজেদের নাস্তিকদের কাতারে নিয়ে যাবে।
আর আস্তিকরা সব সময় মৌলবাদী(মূল বিশ্বাসী) ছিলো, আছে, ইংশাআল্লাহ মৌলবাদী হয়েই থাকবে।
বিষয়: বিবিধ
৪৪৩৩ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তারা নিজেরাই এখন পর্যন্ত সত্যিকারের মৌলবাদী হয়ে উঠতে পারে নাই।
মন্তব্য করতে লগইন করুন