আমরা সব সময় জঙ্গি হয়েই থাকবো।
লিখেছেন লিখেছেন হানিফ খান ১৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:০১:৪০ সকাল
আল-কায়দা, জঙ্গি
তালিবান, জঙ্গি
হেফাজত, জঙ্গি
মৌলবাদীরা, জঙ্গি
ইহুদী খৃষ্টান, আওয়ামী নাস্তিক ও বিশ্ব মুনাফিকরা এ সমস্ত দল গুলা গুলাকে জঙ্গি ছাড়া কথাই বলে না।
বাস্তবে কি এ সমস্ত দল গুলা জঙ্গি???
তাহকীকঃ
“জঙ্গ” এটি ফার্সি শব্দ
জঙ্গ= যুদ্ধ
জঙ্গে ময়দান= যুদ্ধ ক্ষেত্র(যুদ্ধের মাঠ)
উদাহরণঃ(জঙ্গে ওহুদ, জঙ্গে বদর, ইত্যাদি)
আর “জঙ্গি” মানে মুক্তিযুদ্ধা।
বিশ্ব মূর্খ মুনাফিক ও নাস্তিকরা আলেম উলামাদের যতই জঙ্গি বলুক,
আমরা রাগ করি না, কারন তারা অজান্তেই আমাদের ভূয়সী প্রসংসা করে যাচ্ছে।
যদিও তাদের উদ্দেশ্য হলো ইসলামিক মুজাহিদদের গালি দেওয়া।
কিন্তু কোন মানুষকে যেমন মানুষ বলে গালি দেওয়া যায় না।
তেমনি জঙ্গিদের(মুক্তিযোদ্ধা) জঙ্গি বলে গালিও দেওয়া যায় না।
আমরা সব সময় ইসলামী জঙ্গি হয়েই থাকবো। ইংশাআল্লাহ।
সুতরাংঃ তারা মউলবাদি, জঙ্গিবাদী যতই বলে মোদেরকে,
আমরা কভু রাগ করি না, আল্লাহ ধরবে তাদের কে।
বিষয়: বিবিধ
১১২৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জঙ্গি শুধুই মুসলিম, অন্যরা অস্ত্র হাতে নিলে যুদ্ধা, মুসলিমরা অস্ত্র হাতে নিলে জঙ্গি
মন্তব্য করতে লগইন করুন