জাবিতে পর্দাশীন ছাত্রীদের বোরকা খুলে ফেলার নির্দেশদাতা শিক্ষিকা খুরশিদা বেগমকে বহিস্কার করতে হবে

লিখেছেন লিখেছেন হানিফ খান ০৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৩৭:০৮ সকাল

জাবিতে পর্দাশীন ছাত্রীদের বোরকা খুলে ফেলার নির্দেশদাতা শিক্ষিকা খুরশিদা বেগমকে বহিস্কার করতে হবে -ইসলামী শ্রমিক আন্দোলন

ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর নবনির্বাচিত সভাপতি মাওলানা ফখরুল ইসলাম বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক ও সরকার বিভাগের অধ্যাপিকা খুরশিদা বেগম কর্তৃক পর্দাশীন ছাত্রীদের বোরকা খুলে ফেলা এবং বোরকা সম্পর্কে আজেবাজে মন্তব্য ইসলাম সম্পর্কে চরম ধৃষ্টতা বলে উল্লেখ করে তার বিচার দাবি করেন। তিনি বলেন, পর্দাশীন মহিলাদের জোরপূর্বক বোরকা খুলে ফেলা জঘন্য বেহায়াপনা ও অর্মাজনীয় অপরাধ। একজন শিক্ষক ছাত্রীদের গড়ার ক্ষেত্রে ভাল পরামর্শ দিবেন এটাই স্বাভাবিক। কিন্তু শিক্ষীকা হয়ে বোরকা খুলে ফেলার জন্য জোর করা কোনো সভ্য দেশে চলতে পারে না। বোরকা খুলে ইসলামের সাথে যে তামাশা করেছে তা কোনোভাবেই ছেড়ে দেয়া যায় না। নব্বই ভাগ মুসলমানের দেশে মুসলিম নারীদের বোরকা ও নেকাব খুলে ফেলা এবং এ সম্পর্কে বাজে মন্তব্য অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, রাষ্ট্রীয় আইন অমান্য করে খুরশিদা বেগম জঘন্য অপরাধ করেছেন; এ জন্য তাকে বিশ্ববিদ্যালয় থেকে অপসারণ করতে হবে।

গতকাল বিকেলে ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগরীর এক সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর সেক্রেটারি সৈয়দ মোঃ ওমর ফারুক, হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ শাহাদাত হোসাইন, মানসুর আহমদ সাকি, মোঃ শাহআলম, হাফেজ আবদুল মান্নান, শামীম আহমেদ প্রমুখ।

Website: http://www.islamiandolanbd.org

Email:

Facebook: http://www.facebook.com/iab87

Facebook: http://www.facebook.com/bateleratongko

Twitter: http://www.twitter.com/islamiandolanbd

Youtube: http://www.youtube.com/islamiandolanbd

বিষয়: বিবিধ

১১৮৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

174936
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৩
আমি মুসাফির লিখেছেন : এই বেয়াদবরা এত জঘন্য মানসিকতা সম্পন্ন কেমন করে হয় ?? এতটুকু লজ্জা করে না ? এদরেকে দেশ থেকে বের করে দেয়া উচিত
174947
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১৬
আওণ রাহ'বার লিখেছেন : এখন নিজেকে পরিচিত করার জন্য এটা একটা স্টাইল হয়ে গেছে।
174973
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৮
হতভাগা লিখেছেন : এক খুরশিদাকে বহিঃষ্কার করলে আরেক খুরশিদা আসবে । ঠেকানো যাবে ?
175632
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৪
হানিফ খান লিখেছেন : আওন @ ঠিক বলেছেন/

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File