হাসিনা বুবু সত্যিকারের একজন ধার্মিক যা তিনি গতকাল প্রমান করেছন

লিখেছেন লিখেছেন হানিফ খান ০৭ জানুয়ারি, ২০১৪, ১১:২২:৪১ সকাল

হাসিনা বুবু সত্যিকারের একজন ধার্মিক যা তিনি গতকাল প্রমান করেছন। কারন মাত্র অল্প ভোট পেয়েও তিনি খুব খুশি এবং তাতে শুক্রিয়া আদায় করেন।

আর নেয়ামতের শুক্রিয়া আদায় করা একজন মোমিনের কাজ।

> এবার আসল কোথায় আসুন<

সত্যিই কি হাসিনা ওয়াজেদ আল্লাহ্‌র শুক্রিয়া আদায় করেছেন ? নাকি "নাই মামার চেয়ে কানা মামা বুঝাতে চেয়েছেন?। আমরা জানি যখন কোন ছোট দল প্রথম এসেই সারা দেশে ১ লক্ষ ভোটের আশা করে, কিন্তু পরে যদি মাত্র একহাজার ভোটও পায় তখন তারা এমন আচরণ করে যেমন যেমনটা BAL (Bangladesh Awamilig) এর নেত্রী হাসিনা করেছে, অর্থাৎ যা পাইছে তাতেই খুশি। কিন্তু আওয়ামীলীগের মত একটি বড় ও পুরাতন দল এভাবে পৌঁচে-গলে ৫০% এর উপরে যাদের জনপ্রিয়তা ছিলো আজ তারা তাদের অচেতন নেতা কর্মী ব্যাতীত বাকি সর্বস্তরের জনগণের সমর্থহীন হয়াতে তাদের কোন চিন্তা নেই তাতেও তারা শুক্রিয়া আদায় করে । আসলে আল্লাহ্‌র রাসুলের হাদীসে আছে, যদি তোমার হায়া-লজ্জা না থাকে, তাহলে যাহা ইচ্ছা তাহাই করিতে থাকো। যার আমল আজ শেখ হাসিনা থেকে শুরু করে তার নেতা কর্মীরা করতেছে। গতকাল মাননীয় শেখ হাসিনা যখন সংবাদ সম্মেলন করতে বসেছেন তখন একজন লোক তাকে পিছন থেকে নির্বাচন সংক্রান্ত কিছু বলতেছিলো, তখন তিনি হাঁসতেই হাঁসতেই তাকে বললেন আপনার সিকিউরিটি কথা আসতে বলুন, সব রেকর্ড করা হতেছে। যদিও সময় টিভি ছাড়া বাকি চ্যানেল গুলাতে ঐ সময় ব্যাকগ্রাউন্ড টোন চলতেছে ।পুরোটা সময় জুড়ে মাননীয় শেখ হাসিনা এমন হাসজ্জল ভাবে ছিলেন যেন, সকল বড় বড় দল গুলার সাথে যুদ্ধ করে তিনি জয়ী হয়েছেন। কিন্তু বাস্তবে যাই হলো যদি হাসিনার জায়গায় অন্য কেউ হতো, তাহলে কালকের সেই সংবাদ সম্মেলন থেকে পদত্যগের ঘোষণাই আসতো। কিন্তু বাংলার আশাবাদী জনগন তার উল্টো টা দেখলো। কিন্তু আমরা এখনো আশা রাখি, আন্তর্জাতিকভাবে মামলা খাওয়া মাননীয় হাসিনা বুবু অচিরেই পদত্যাগ করে এই বাংলার জনগন কে একটু স্বস্তি দিবেন।

বিষয়: বিবিধ

১১৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File