<<এইমাত্র একটি খারাফ সংবাদ এলো আমার>>
লিখেছেন লিখেছেন হানিফ খান ৩০ ডিসেম্বর, ২০১৩, ০৮:৩১:৫৮ রাত
একবন্ধু ফোন করে বলল, কিরে হানিফ তোদের গাড়ি একটা নাকি ভেঙ্গে ফেলেছে । আমি খুব মর্মাহত হয়ে তাকে জিজ্ঞাসা করলাম, কই ? কখন? কিভাবে? কারা ভেঙ্গেছে? তখন সে বলল, খোঁজ নিয়ে দেখ, আমি এইমাত্র সেখান থেকে আসলাম,। ফোনের লাইন টা কেটে দিয়েই খবর নিয়ে দেখি সত্যিই নোয়াখালীর চৌরাস্তা সংলগ্ন পেট্রোল পাম্পের পাশেই বিএনপি-জামাত সমর্থকরা এলোপাতারী কয়েকটি গাড়ী ভাংচুর করে। তার মধ্যে আমাদের একটি গাড়ী ছিলো। আল্লাহ্র কাছে লাখ-লাখ শুক্রিয়া যে, শুধু গ্লাস ভেঙ্গেছে, আগুন দেয় নি।
হে আল্লাহ্ কবে নিস্তার পাবো আমরা? এখনতো কোন হরতাল নেই। অবরোধ নেই। তাহলে কেন কেন আমাদের সাধারন মানুষদের এভাবে জান-মাল রাজপথে বিনষ্ট করবে দুর্বৃত্তরা?
বিষয়: বিবিধ
১৬৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন