স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা

লিখেছেন লিখেছেন হানিফ খান ১৬ ডিসেম্বর, ২০১৩, ০৮:২৯:১৯ সকাল

স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা

স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতাযাহা

পেয়েছি যাহা চাইনি আমি,চেয়েছি তাহা পাইনি।।

তাইতো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। আজ স্বাধীনতা মানে দূর্নীতিবাজেরসিদ্ধহস্ত কলম

স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথরাখা গরম।

এদিকে দ্রব্যমূল্যে আগুন মুখে যায় না ভাত

সারের লাগি কৃষক মরে অনাহারে কাটে রাত,

ঐ কৃষকের মুখে করুনচাহনি দেখিতে আমি চাইনি,

তাইতো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। আজ স্বাধীনতা যেন মামার হাতেরপান্তা ভাত আর মোয়া

স্বাধীনতা যেন শহীদ মিনারে ফুলেরমহড়া দেয়া

এদিকে শহীদ মা জননী ব্যথায় কাতর বুকে

জীর্ণশীর্ণ নিঃস্ব হয়ে মরেছে ধুকে ধুকে,

ঐ শহীদ মায়ের করুনকান্না শুনিতে আমি চাইনি।।

তাইতো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। আজস্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশচুম্বি বাড়ী

স্বাধীনতা যেন শুল্ক ছাড়াই বিলাস বহুলগাড়ী।

ফুটপাতে আজ রাত্রি কাটায় অসহায় শিশু-নারী

মানুষ কুকুর খাদ্য নিয়ে করছে কাড়াকাড়ি

ঐ ক্ষুদিত শিশুর হাহাকার আমি শুনিতে কভুচাইনি ॥

তাইতো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। আজস্বাধীনতা মানে এফডিসি নামে অশ্লীলতার আসর,

স্বাধীনতা মানে মিডিয়াগুলো যৌনজ্বরে কাতর।

মায়ের জাতি অপমান আজ রাস্তায় পথে ঘাটে

ইজ্জত আবরু ঢাকার লাগি বস্ত্রও নাহি জোটে।

ঐ মায়ের জাতির অপমান আমি দেখিতে কভুচাইনি ॥

তাইতো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। স্বাধীনতা মানে লিখনির নামে ধর্মকে দেয়গালি

শিক্ষার ঝুলি মাথায় নিয়েও বিবেক দিয়েছে বলি।

ইচ্ছামতো আবুল তাবুল বকিছে ধর্মদ্রোহী,

যাহা ইচ্ছে বলবে তাহা স্বাধীনতা এতো নহি ।

স্বাধীনতার নামে ধর্মে আঘাতদেখিতে আমি চাইনি ॥

তাইতো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি

Good Luck Good Luck(মরহুম আইনুদ্দীন আল আযাদ) Rose Rose

বিষয়: বিবিধ

১৬১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File