দেশের জনগন বুজে শুনে দিয়ো সমর্থন
লিখেছেন লিখেছেন হানিফ খান ২৫ অক্টোবর, ২০১৩, ০৯:৫১:৩২ সকাল
দেশের জনগন বুজে শুনে দিয়ো সমর্থন,
ঈমানি পরিক্ষা দিতে সামনে এলো নির্বাচন,
বুজে শুনে দিয়ো সমর্থন।
ত্রিশ বছর ভোটই দিলা মুলে কিছু পাইলানা,
পাইলা শুধু নির্যাতন আর জীবন ভরে লাঞ্চনা।
অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন করে গড় জীবন,
বুজে শুনে দিয়ো সমর্থন- দেশের জনগন।
কত সরকার আইলো গেলো কতো দিলো সান্ত্বনা,
দেওয়ার বেলায় গাছ কলা টা, আসলে সব বাহানা,
ওদের তালে পড়িস না চাইবো যখন সমর্থন,
বুজে শুনে দিয়ো সমর্থন দেশের জনগন।
সন্ত্রাসী করিবে দমন এই ছিল যার ওয়াদা,
অস্র বাজে পটু যারা, তারাই পাইলো মর্যাদা।
দাগি খুনি যারা আজি ওদের কাচে হয় পালন,
বুজে শুনে দিয়ো সমর্থন, দেশের জনগন।
বাবার নামে নিজের নামে করলো কত প্রতিষ্ঠান,
মনে হল এসব যেন বাবার টাকায় করছে দান।
কাজ কামের কোন খবর নাই শুধু করতে উদ্বোধন,
বুজে শুনে দিয়ো সমর্থন, দেশের জনগন।
জীবন ভরে কত নেতার তরে করলি আত্মদান,
ইসলাম আজি তোদের ধারে করিতেছে আহ্বান,
এই ডাকে সাড়া না দিলে জিন্দিগি তোর বসরজন,
বুজে শুনে দিয়ো সমর্থন, দেশের জনগন।
জীবন দিয়ে ঐ ক্ষমতায় পাঠাইলি আজ যাদেরে
জীবন গেলো তোদের আজি সেই ভোটের চাপাই পড়ে,
তবু যদি শিক্ষা না লও লাগবে যে আবার কাদন,
বুজে শুনে দিয়ো সমর্থন, দেশের জনগন।
নির্বাচনের আগে ভাইরে কত নেতার আবির্ভাব,
গায়ে পড়ে জমায় তারা জনগনের সাথে ভাব,
ভাটি চালান দিলেও পাইনা চইলা গেলে নির্বাচন,
বুজে শুনে দিয়ো সমর্থন, দেশের জনগন।
তসবিহ হাতে পট্টি মাথায় কেউ বা আবার বিসমিল্লাহ,
খোদার দোহাই দিয়ে বলে, নৌকার মালিক তুই আল্লাহ্,
নির্বাচনে জয়ী হলে ইসলামের পরাই কাফন,
বুজে শুনে দিয়ো সমর্থন, দেশের জনগন।
জাতি যখন হায়-হুতাশে করিতেছে আজ হাহাকার,
পীর সাহেব চরমোনাই এলো দূর করিতে অন্ধকার,
তার নেত্রিত্তে এবার হবে সব জালিমের পতন,
বুজে শুনে দিয়ো সমর্থন, দেশের জনগন।
ঈমানি পরিক্ষা দিতে সামনে এলো নির্বাচন,
বুজে শুনে দিয়ো সমর্থন।
দেশের জনগন বুজে শুনে দিয়ো সমর্থন,
বিষয়: বিবিধ
৯৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন