মাদ্রাসায় 'বোমা' বিস্ফোরণ : একগুচ্ছ নির্দোষ প্রশ্ন ...!
লিখেছেন লিখেছেন হানিফ খান ০৮ অক্টোবর, ২০১৩, ১১:২৫:২১ রাত
লালখান বাজার মাদ্রাসায়
বোমা বিস্ফোরণের খবর শুনে আমার
মাথায় একগুচ্ছ নিরপরাধ
প্রশ্নে ঘুরপাক খাচ্ছে ।
১- ২০০৪ সালে সিলেটের
দরগাতে বোমা ফোটে , তখন মিডিয়ার
মাধ্যমে বোমা ফোটার স্থান
দেখতে পাই । দেখলাম
যে স্থানে বোমা ফোটেছে সেখানে প্রায়
৪ আঙ্গুলের মতো গর্ত হয়ে যায় ,
আশপাশে বোমার ছিটা ছড়িয়ে অনেক
দাগের সৃষ্টি হয় ।
কিন্তু লালখানে এমন
শক্তিশালী বোমা ফুটল যে জানালার
গ্রীল উড়ে গিয়ে পড়ল , ফ্যানের
পাখা বাকা হয়ে গেলো !! অথচ বোমার
কোনো ক্ষত সৃষ্টি হল না !!!
২- র্যাব পুলিশ মিলে সারাদিন
বিস্ফোরণ কক্ষে তল্লাশি চালাল
অথচ কোনো বোমা পেল না , কিন্তু
দিনশেষে সিএমপির কমিশনার
শফিক এসে ওই কক্ষে থেকেই
তিনটি অক্ষত তরতাজা গ্রেনেড
উদ্ধার করেন !!
তাহলে তার
পুর্বে যারা তল্লাশি চালিয়ে ছিল
তাদের কি চোখ ছিল না ? না তাদের
চোখ সিএমপি কমিশনারের
কাছে গচ্ছিত রেখে এসেছিল ।
৩- বিস্ফোরণে সারা রুম
জ্বলে ছাড়খাড় হয়ে গেলো , পাচজন
আহত হলো , একজন মারা পর্যন্ত
গেলো । কিন্তু ওই রুমেই
তিনটি বিস্ফোরক বড় ভদ্র
অবস্থায় অক্ষত
তরতাজা থেকে গেলো !!!
৪-কথায় আছে , পাগলেও নিজের লাভ
বুঝে , কিন্তু জঙ্গিরা(!!) কি এতই
বেকুব যে সকাল এগারটায় বোমার
বিস্ফোরণ ঘটাল অথচ
সন্ধ্যা পর্যন্ত তারা তা হাত
কচলিতে দেখল , সরালো না !!!
৫- পাবলিক বিশ্ববিদ্যালয়ে
সমুহে তো এরচে' বড় ঘটনা ঘটে ,
কিন্তু
সেগুলোতে তো এভাবে তালা ঝুলানো হয়
না !!!
এসব প্রশ্নে যখন আমি অস্থির
তখন হঠাত মনে হলো -
আরে এটা তো মখা-আবুল-তাবোলদের
সরকার । তাই শুধু এটা কেনো এরচে'
মারাত্মক উদ্ভট অবাস্তব
অকল্পনীয় ঘটনা অসম্ভবও নয় ,
এমনকি অস্বাভাবিকও নয় ।
তাই এসব আবাল-তাবালদের বলি ,
নাটক যখন সাজাবি একটু বুদ্ধি-
সুদ্ধি কাটিয়ে সাজা ।
জীবনে তো হলিউড-বলিউডের অনেক
মুভি দেখলি ,
এতদিনে কি একটি নাটক বানানির
কায়দাও রপ্ত করতে পারলি না ???
https://www.facebook.com/bateleratongko
বিষয়: বিবিধ
১০২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন