অবিলম্বে মুফতি ওয়াক্কাসকে মুক্তি দিন: ঢাকা মহানগর হেফাজত

লিখেছেন লিখেছেন হানিফ খান ০৩ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:১৩:৩৩ সকাল

অবিলম্বে মুফতি ওয়াক্কাসকে মুক্তি দিন: Roseঢাকা মহানগর হেফাজত Rose

ইসলামিকনিউজ,রিপোর্ট: হেফাজতে ইসলাম ঢকা মহানগর নেতৃবৃন্দ এক যুক্তবিবৃতিতে চৌধুরী পাড়া মাদরাসা থেকে আটককৃত মুফতি ওয়াক্কাসের অবিলম্বে মুক্তি দাবী করে বলেছেন, ইসলাম বিদ্বেষী আওয়ামী সরকার নাস্তিক্যক্যবাদী অপশক্তির বিরুদ্ধেরাসূল (সাHappy প্রেমী জনতার দুর্বার আন্দোলনে দিশেহারা হয়ে আলেম-ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। মুফতি ওয়াক্কাস দেশের শীর্ষস্থানীয় আলেম ও রাজনীতিবিদ। তাকে গ্রেফতার করে সরকার ক্ষমার অযোগ্য অপরাধ করেছে । অবিলম্বে মুফতি ওয়াক্কাসসহ সারা দেশে গ্রেফতার হয়া আলেম ও তেীহিদী জনতাকে মুক্তি না দিলে আমরা কঠিন কর্মসূচী হাতে নিতে বাধ্য হবো।নেতৃবৃন্দ আরো বলেন, কোন ধরনের ভয়-ভীতি, রক্তচক্ষু, হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন আলেম-ওলামাদেরকেইমানী দায়িত্ব থেকে বিরত রাখতে পারবে না। আলেমদের নিয়ে কোন কোন মিথ্যাচার অথবা ছলচাতুরী বরদাশত করা হবে না। hefajot logoবিবৃতিতে সাক্ষর কারী নেতৃবৃন্দ হলেন, মাও. মোস্তফা আযাদ, মাও. আব্দুর রব ইউসূফী, মাও. জাফরুল্লাহ খান, মাওলানা মাহফুজুল হক, মাও. সাখাওয়াত হোসাইন, মাও. জুনায়েদ আল হাবীব, মাও. মহিউদ্দীন ইকরাম, মাও. উবায়দুল্লাহ ফারুক, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাও. আহমদ আলী কাসেমী, অধ্যাপক আব্দুল করীম, মাওলানা মনসুরুল হক খান, মাও. নাজমুল হাসান, মাও. মুনির হোসাইন, মাও. ওয়ালী উল্লাহ আরমান, মুফতি রেজাউল করীম, মুফতি তোফায়েল গাজালি, প্রমুখ।

বিষয়: বিবিধ

১২৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File