রাজনীতিতে গুণগত পরিবর্তন ছাড়া মানবতারমুক্তি আসবে না
লিখেছেন লিখেছেন হানিফ খান ২২ আগস্ট, ২০১৩, ০৮:৫৯:৩৯ সকাল
রাজনীতিতে গুণগত পরিবর্তন ছাড়া মানবতারমুক্তি আসবে না
-অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দুর্নীতি-সন্ত্রাসমুক্ত সুখী-সমৃদ্ধশালীকল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য শুধু ক্ষমতার হাতের পরিবর্তন দ্বারা সম্ভব হবে না। এজন্য রাজনীতিতে গুণগত পরিবর্তন প্রয়োজন সবচেয়ে বেশি। ক্ষমতাকেন্দ্রিকরাজনীতি পরিহার করে দেশ ও ইসলাম রক্ষার জন্য কাজকরা প্রয়োজন। কালো টাকা ও পেশীশক্তির মুলোৎপাটন করে সমাজের সর্বস্তরে গুণগত পরিবর্তন করতে না পারলে জাতির ভাগ্যের পরিবর্তনঘটবে না। তিনি বলেন, আত্মশুদ্ধি, সাম্য, সহমর্মিতা ও মানবীয় গুনাবলী অর্জনের মাধ্যমে তাগুতি শক্তির বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। আদর্শিক ছাড় দিতে পারি না বলেই আমাদেরকে অনেকে পছন্দ করেন না। আর এটা শুধু তারাই পারে যারা রাজনৈতিকভাবে দেউলিয়া। যাদের ইসলাম প্রতিষ্ঠার কোন টার্গেটনেই। যাদের টার্গেট শুধুই ক্ষমতা তারাই আদর্শকে জলাঞ্জলি দিতে কুন্ঠাবোধ করে না। রাজনৈতিকভাবে দেউলিয়াদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠার আশা করা যায় না।
আজ বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ অফিস মিলনায়তনে বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলদের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথা বলেন। এ সময় দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের আমীরের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, সহকারী মহাসচিব মাওলানামাওলানা গাজী আতাউর রহমান, অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমতিয়াজ আলম, প্রচার সম্পাদক মাওলানাআহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ্ব হারুন অররশিদ প্রমুখ।
তারিখঃ ২১/০৮/২০১৩ ইং
প্রেস বিজ্ঞপ্তি
বিষয়: বিবিধ
১২৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন