তামাশা বাদ দিয়ে দাবি মেনে নিন: চরমোনাই পীর
লিখেছেন লিখেছেন হানিফ খান ২০ আগস্ট, ২০১৩, ১১:০৭:০৮ সকাল
জনগণের সঙ্গে তামাশা বাদ দিয়ে বিরোধী দলের নির্দলীয় সরকার ব্যবস্থার দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ রেজাউল করিম (চরমোনাই পীর) ।
সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, যখন যেই সরকার ক্ষমতায় আসেন, নিজেদের মতো করে সংবিধান তৈরি করে দেশে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে। সংবিধান মানুষের মঙ্গলের জন্য। কল্যাণের পরিবর্তে অকল্যাণ বয়ে আনে এমন সংবিধান জাতি চায় না।
“সংবিধান থেকে এক চুলও নড়ব না” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যে দেশবাসী চরমভাবে হতাশ বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী যে সংবিধান দিয়ে ক্ষমতায় এসেছেন সে সংবিধান থেকে এক চুলও না নড়ার কথা বললে তো তিনি ঠিকই বলেছেন। আর সেটাই জাতির আশা আকাঙ্খা। কিন্তু ক্ষমতায় এসে তাদের তৈরি সংবিধানের কথা বললে দেশবাসী হতাশ না হয়ে পারে না।
http://www.newsevent24.com/2013/08/19/তামাশা-বাদ-দিয়ে-দাবি-মেন/
বিষয়: বিবিধ
১২৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন